সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

জমে উঠেছে লা লিগার লড়াই

ক্রীড়া ডেস্ক

এক সময় লা লিগা কেবল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের লড়াই ছিল। শিরোপাটা এ দুই ক্লাবই ভাগাভাগি করে নিত। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ এই ধারায় ছেদ টেনেছে বেশ আগেই। এখন আর লড়াইটা দ্বিমুখী নয়। বরং চতুর্মুখী হয়ে উঠেছে। এমনকি চার নম্বর দলও শিরোপার লড়াইয়ে থাকার জন্য মরিয়া হয়ে খেলছে। এক মাস আগেও লা লিগায় বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অ্যাটলেটিকো কিংবা রিয়াল মাদ্রিদ কাতালানদের টপকে লা লিগা জয় করতে পারবে, এমনটা কেউ ভাবেনি। কিন্তু লা লিগা এখন একেবারেই উন্মুক্ত হয়ে পড়েছে। টানা তিন ম্যাচে বার্সেলোনা লা লিগায় কোনো জয় পায়নি। এর মধ্যে দুটোতেই হেরেছে। এনরিকদের শিষ্যরা সাতটা পয়েন্ট হারানোর পর অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদ এখন তার সুযোগ নিচ্ছে।

শনিবার গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদের বৃহৎ জয় (৬-১) লা লিগায় অনেক কিছুই বদলে দিয়েছে। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এখনো বার্সেলোনাই শীর্ষে। তবে রিয়াল মাদ্রিদ ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট সংগ্রহ করে নিঃশ্বাস ফেলছে কাতালানদের ঘাড়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে বিপদসীমায় অবস্থান করছে। সবমিলিয়ে বার্সার একার লড়াইটা এখন ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আর মৌসুমের সবচেয়ে ভালো ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও এখন আর কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়েই ভাবছেন না। লা লিগায়ও তার দলের জয় দেখতে চান তিনি। শনিবারের জয়ের পর জিদান বলেন, ‘মৌসুমের শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’ লা লিগায় বার্সেলোনা ও অ্যাটলেটিকোর ছয়টা করে এবং রিয়াল মাদ্রিদের পাঁচটা ম্যাচ বাকি। এর মধ্যে গত রাতেই ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছে কাতালানরা। বাকি আছে দিপোর্তিভো লা করোনা এবং এসপানিয়ল ম্যাচও। চলতি মৌসুমেই এই দুই প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়েছে কাতালানরা। সবমিলিয়ে অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদের সামনে এখন লা লিগায় বিজয় পতাকা উড়ানোর বিরাট সুযোগ। কেবল জয়ের ধারায় থাকতে পারলেই হয়। অবশ্য তাদের জয়ের শর্ত হলো বার্সেলোনাকে ব্যর্থ হতে হবে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর