বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বার্সা জিতবে কি আজ

ক্রীড়া ডেস্ক

বার্সা জিতবে কি আজ

শেষ কবে টানা তিন ম্যাচে হেরেছে বার্সেলোনা, দলের সমর্থকেরাও মনে করতে পারছেন না। কিন্তু এটা সত্যি, ২০১৫-১৬ মৌসুমে টানা তিন ম্যাচ হেরেছে কাতালানরা। টানা হারে এখন লা লিগার শিরোপা হাতছাড়া হওয়ার উপক্রম। অথচ মাস খানেক আগেও লা লিগার শিরোপা জয়ের আগাম উৎসব করতেই পারতেন লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু পরিস্থিতি ভিন্ন। বরং প্রতিটি ম্যাচই এখন ফাইনাল। আজ রাতে পয়েন্ট টেবিলের ১৩ নম্বর দলে দেপার্টিভো লা করুণার বিপক্ষে খেলতে নামবেন মেসিরা, যদি কোনোভাবে হোঁচট খায়, তাহলে ছিটকে পড়তে হবে শিরোপা লড়াই থেকে। তাই বলাই যায়, দেপার্টিভো ম্যাচের ফলই একমাত্র টিকিয়ে রাখতে পারে বার্সেলোনাকে।

লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা এখন বার্সেলোনার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদেরও রয়েছে। বার্সা ও অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৩ ম্যাচে সমান ৭৬ এবং ৭৫ পয়েন্ট নিয়ে ঠিক পেছনে পেছনে দৌড়াচ্ছে রিয়াল। লিগের খেলা বাকি ৫টি। শিরোপা জিততে মেসিদের এখন টানা পাঁচ জয় দরকার। একটি ম্যাচে হোঁচট খেলেই পা ফসকে যাবে দলটির। আজ প্রতিপক্ষ দেপার্টিভোর সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্সও খুব ভালো নয়। ন্যু ক্যাম্পে দুই দলের ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। আজ বার্সাকে খেলতে হবে দেপার্টিভোর মাঠে। ম্যাচটি নিয়ে দেপার্টিভোর তারকা ফুটবলার পেরেজে বলেন, ‘লা লিগার শিরোপা আমরাই ঠিক করে দিতে পারি। অনেকেই আগে বলেছিল, লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ঠিক নয়। আমি অনেক আগে বলেছিলাম, মে মাসের আগে চূড়ান্ত হবে না শিরোপা। এখন তাই হচ্ছে।’

বার্সাকে এখন ভাবতেই হচ্ছে। দলটি টানা তিন হারে কোণঠাসা লিগে। তার ওপর ৩-২ গোল পার্থক্যে ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। এ ছাড়াও দলটির দুই তারকা ফুটবলার মেসি ও নেইমার ফর্ম হারিয়ে ফেলেছেন। ফলে শিরোপা জিততে দুই তারকাকে আবার ফর্মে ফিরতে হবে। চাপে থাকলেও কোচ এনরিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা বলেন, ‘শিরোপা জিততে আমাদের পাঁচটি ম্যাচ জিততে হবে। আর টানা পাঁচ ম্যাচ জেতার সামর্থ্য একমাত্র বার্সেলোনারই রয়েছে। তবে এটা সত্যি, আমরা সত্যিই চ্যালেঞ্জের মুখে রয়েছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর