শিরোনাম
বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

খেলাধুলার ‘অস্কার’ জিতলেন জকোভিচ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলার ‘অস্কার’ জিতলেন জকোভিচ

পুরস্কারটিকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। সন্মানের এই পুরস্কারটি পাওয়ার জন্য মুখিয়ে থাকেন সবাই। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, উসাইন বোল্ট, নোভাক জকোভিচদের মতো বিশ্বসেরা তারকা ক্রীড়াবিদরা তীর্থের কাক হয়ে বসে থাকেন। বিশেষ করে ফুটবলাররা। পুরস্কারটির নাম লরিয়াস ক্রীড়া পুরস্কার। ২০০০ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। মজার বিষয় হচ্ছে, এই ১৭ বছরে একবারও কোনো ফুটবলার পুরস্কারটি জেতেননি। এবার অনেকেই ভেবেছিলেন, মেসি কিংবা রোনালদো জিতবেন। কিন্তু ভাবলেই কি হয়? পুরস্কারটি পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। সবাইকে অবাক করে এবার পুরস্কারটি জিতে নেন টেনিস তারকা নোভাক জকোভিচ। সার্বিয়ান এই তারকা পুরস্কারটি জিততে পেছনে ফেলেছেন মেসি, উসাইন বোল্টদের মতো তারকা ক্রীড়াবিদদের। জকোভিচ এ নিয়ে দ্বিতীয়বার জিতলেন পুরস্কার। মহিলা বিভাগে জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। এবার বর্ষসেরা দল হয়েছে নিউজিল্যান্ড রাগবী দল। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানি বিশ্বসেরা দলের পুরস্কার জিতেছিল গত বছর।

সর্বশেষ খবর