বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নাদালও ডোপ পাপী!

ক্রীড়া ডেস্ক

নাদালও ডোপ পাপী!

টেনিস ইতিহাসের একজন কিংবদন্তি হিসেবে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের নাম শীর্ষ সারিতেই থাকবে। কিন্তু এই নামের সঙ্গে কলঙ্ক তিলক মেখে দিয়েছেন সাবেক ফরাসি ক্রীড়ামন্ত্রী রোসেলিন ব্যাচলট। তিনি গত মার্চেই অভিযোগ করেছিলেন, রাফায়েল নাদাল ২০১২ সালের শেষ ছয় মাস ইনজুরির অজুহাত দেখিয়ে কোর্টের বাইরে ছিলেন। সে সময় নাকি নাদাল ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। ডোপিং টেস্ট থেকে বাঁচতেই নাকি নাদাল টেনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এমন অভিযোগের পর রাফায়েল নাদাল ক্ষেপে গেছেন ভয়ঙ্কর রকম। তিনি ফ্রান্সেই মানহানি মামলা করেছেন রোসেলিনের বিপক্ষে। মামলা করার ব্যাপারে নাদাল বলেন, ‘এই মামলার মাধ্যমে আমি কেবল নিজের ইমেজই রক্ষা করতে চাচ্ছি না বরং একজন অ্যাথলেট হিসেবে নিজের মূল্যবোধও সংরক্ষণ করতে যাচ্ছি।’ বর্তমান পুরুষ এককের র‌্যাঙ্কিংয়ে পঞ্চমে থাকা নাদাল আরও বলেন, ‘এর মাধ্যমে আমি অন্যান্য অ্যাথলেটদের বিরুদ্ধেও যেন এমন মিথ্যা অভিযোগ না উঠে তা প্রতিরোধ করার চেষ্টা করছি।’ রোসেলিন ২০০৭-১০ সময়কালে ফ্রান্সে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মার্চে এক টিভি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছিলেন, ড্রাগ টেস্টে পজিটিভ হওয়া থেকে বেঁচে থাকার জন্যই ২০১২ সালে রাফায়েল নাদাল ইনজুরির মিথ্যা অভিনয় করেছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর