বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অ্যাটলেটিকোর অতিথি বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোর অতিথি বায়ার্ন

পেপ গার্ডিওলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ড্র হতেই বলে দিয়েছিলেন, স্প্যানিশ প্রতিপক্ষরা খুব কঠিন হবে। আজ ভিনসেন্ট ক্যালডেরনে সেই কঠিন প্রতিপক্ষেরই মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো-বায়ার্ন। অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এ আত্মবিশ্বাস তাদেরকে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও নির্ভার করে রাখছে। তবে নিজেদের জন্য নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ অনুপ্রাণিত হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিস্টার সিটিকে দেখে। দলের ডিফেন্ডার ফিলিপ লুইস মনে করেন, অর্থই কেবল দলকে সফলতা উপহার দেয় না। এর বাইরে আরও কিছুর প্রয়োজন। তিনি বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটি অনেক কিছুই প্রমাণ করেছে। তারা লিগ শিরোপা প্রায় জয় করেই নিয়েছে।’ ফিলিপ লুইসের মতে, ফুটবলে এমন মহাকাব্যিক কিছু ঘটা খুবই সম্ভব। কারণ, এখানে একটা দল হিসেবে খেলতে হয়। একা ফুটবল খেলার কোনো সুযোগ নেই। আর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে প্রমাণ করেছেন, একটা দল হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদ ইউরোপ সেরাদের চেয়ে কোনো অংশেই কম নয়।

এদিকে বায়ার্ন মিউনিখ আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় আছে। পেপ গার্ডিওলা দলটাকে দুরন্ত হিসেবে গড়ে তুলেছেন। একে একে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবগুলো বাধাই অতিক্রম করে এসেছে। এবার স্প্যানিশ ব্যরিয়ারটা পাড়ি দিলেই হয়! তারপরই ফাইনাল। আর পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী বায়ার্ন মিউনিখ ষষ্ঠ শিরোপা জিততে মরিয়া হয়ে অপেক্ষায় আছে। যেমনটা বলছেন দলের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার। তিনি বলেন, ‘আমাদেরকে পূর্ণ প্রস্তুত থাকতে হবে। আমরা জানি, অ্যাটলেটিকো পুরোপুরিই ভিন্ন রকমের দল। তারা বার্সেলোনাকে প্রতিযোগিতা থেকে বিদায় করেছে।

সর্বশেষ খবর