বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

আবারও অ্যাটলেটিকো

ক্রীড়া ডেস্ক

আবারও অ্যাটলেটিকো

বায়ার্নের অ্যাটলেটিকোকে ফাইনালে ফরাসি গ্রিজম্যান মাঠে গোল করে পৌঁছে দেন তারকা —এএফপি

অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার হিসেবে দিয়েগো সিমিওনে লা লিগা আর কোপা দেল রে কাপ জিতেছিলেন। একই ক্লাবের কোচ হিসেবে এর চেয়ে অনেক বেশিই জিতেছেন এ আর্জেন্টাইন। তারপরও জয়ের নেশায় বুঁদ হয়ে আছেন তিনি। নিত্যনতুন রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ছেন নির্বিঘ্নে। লা লিগায় বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকে যেন হিসাবেই ধরছেন না! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও উড়িয়ে দিচ্ছেন ফেবারিটদের। গত মঙ্গলবার যেমন তার শিষ্যরা বায়ার্ন মিউনিখের গর্ব ধুলায় লুটিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করল। প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছিল। গত মঙ্গলবার অ্যালাইঞ্জ অ্যারিনায় ২-১ ব্যবধানে হেরেও অ্যাওয়ে গোলের হিসেবে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল রোজি ব্ল্যাঙ্কোসরা। অ্যালাইঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখ যেন উন্মাদ হয়ে গিয়েছিল। একের পর এক আক্রমণে অ্যাটলেটিকোর ডিফেন্স লাইনে ফাটল ধরানোর বহু চেষ্টা-সাধনা করেছে ব্যাভারিয়ানরা। ফ্র্যাঙ্ক রিবেরি, থমাস মুলার, ভিডাল আর লামরা সাঁড়াশি আক্রমণ চালিয়েও পরাস্ত করতে পারেনি দিয়েগো সিমিওনের সাজানো ডিফেন্স লাইন। তা ছাড়া ভাগ্যও সাহায্য করেনি বায়ার্নকে। ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি মিস করেন থমাস মুলার। অবশ্য ম্যাচের শেষের দিকে পেনাল্টি মিস করেছেন অ্যাটলেটিকোর ফার্নান্দো তোরেসও। ৩১ মিনিটে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন জাভি আলোনসো। এই ব্যবধান ম্যাচের ৫৪ মিনিটেই ঘুচিয়ে দেন অ্যাটলেটিকোর ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান। এরপর রবার্তো লিওয়ান্দোভস্কির ৭৪ মিনিটের গোল বায়ার্নকে জয় উপহার দিলেও দলকে ফাইনালে নিয়ে যেতে পারেনি। অ্যাওয়ে গোল পেয়ে ফাইনাল নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল দিয়েগো সিমিওনের শিষ্যরা। এর আগে ২০১৩-১৪ মৌসুমের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। লিসবনের সেই ফাইনালের স্মৃতি ভুলিয়ে দিতে দিয়েগো সিমিওনের শিষ্যরা কি এবার সান সিরোতে জয় পতাকা উড়াতে পারবে! ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটি। অবশ্য এরই মধ্যে প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেছে। গত রাতেই সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে ম্যানচেস্টার সিটি গিয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুতে।

পেপ গার্ডিওলা বার্সেলোনার কোচ হিসেবে দুটো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বায়ার্ন মিউনিখে এসেছিলেন আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে। কিন্তু তিনি ব্যর্থতা নিয়েই বায়ার্ন মিউনিখ ছাড়ছেন। চলতি মৌসুম শেষ হতেই গার্ডিওলা যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। তবে তিনটা মৌসুমে বায়ার্ন মিউনিখে পেপ গার্ডিওলা বুন্দেসলিগা জয় করেছেন দুবার। চলতি মৌসুমেও অবশ্য বুন্দেসলিগা জয়ের পথেই ছুটছেন তিনি।

সর্বশেষ খবর