বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

সালাউদ্দিনের পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

টানা তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। ২০০৮ ও ২০১২ সালে জিতলেও এবার সালাউদ্দিন পারবেন কিনা এনিয়ে সংশয় ছিল। তাকে হারানোর জন্য অপরপক্ষের প্যানেল কম চেষ্টা করেনি। কিন্তু কাউন্সিলররা তাকে যোগ্য মনে করেই নির্বাচিত করেছেন। জয়ের পর সালাউদ্দিন বলেছেন, আমার ওপর আস্থা ছিল ভোটারদের। তাই গত আট বছরে যা পারেনি তা এবার করতে চাই।  ফুটবল উন্নয়নে অর্থকেই মূল ফ্যাক্টর মনে করেন তিনি। উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা থাকলেও উপযুক্ত ফান্ডের কারণে সম্ভব হয়নি। এ অজুহাত সালাউদ্দিন আর দাঁড় করাতে চান না। ফান্ড সংগ্রহে পরিকল্পনা আঁটছেন তিনি। সালাউদ্দিন সমর্থিত সম্মিলিত পরিষদ প্যানেল যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা করছেন ফুটবলের অভিভাবক। আগে তেমনভাবে সক্রিয় না হলেও ফান্ডের ব্যাপারটি গুরুত্ব দিচ্ছেন। দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কর্পোরেট হাউসের তালিকা তৈরি করে সালাউদ্দিন বৈঠকে বসার চিন্তাভাবনা করছেন। নির্বাচিত কমিটির যে প্রথম সভা হবে সেখানে অন্যতম এজেন্ডা থাকবে ফান্ড। বিভাগ ও জেলার ফুটবলকে সচল করতে চান সালাউদ্দিন। এখানে প্রয়োজন পড়বে প্রচুর অর্থের। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াও তিনি ফুটবল উন্নয়নে ব্যবসায়ীদের কাজে লাগাতে চান।

সর্বশেষ খবর