বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬ ০০:০০ টা

চারে চার দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ জিতেই চলেছে প্রাইম দোলেশ্বর। চার ম্যাচে চার জয়ে শীর্ষ দলটি। গতকাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৭ উইকেটে হারিয়েছে দলটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে ভিক্টোরিয়াকে ৯ রানে হারিয়েছে তামিম ইকবালের আবাহনী।

প্রথমে ব্যাট করে ইমরুল কায়েস ও তুষার ইমরানের হাফ সেঞ্চুরিতে ২২৯ রান করে ব্রাদার্স। ২৩০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ইমতিয়াজ হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয় পায় প্রাইম দোলেশ্বর। ইমতিয়াজ ১২৮ বলে করেছেন ১০০ রান। অপরাজিত ৪৮ রান করেছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান নাসির হোসেন। প্রাইম দোলেশ্বরের লঙ্কান তারকা চামারা সিলভা করেছেন ৪৬ রান। গতকাল ফতুল্লায় তামিম ইকবাল ও অভিষেক মিত্রর ৯৭ রানের উদ্বোধনী জুটির পরও ২২১ রানের বেশি করতে পারেনি আবাহনী। তামিম ৮৮ বলে করেন ৬৩ রান। এছাড়া অভিষেক ৪৪, আবুল হাসান করেছেন ৪৩ রান। ভিক্টোরিয়ার লঙ্কান বোলার চতুরঙ্গ ডি সিলভা ৩৫ রানে নিয়েছেন ৬ উইকেট। তিন উইকেট নিয়েছেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি।

২২২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভিক্টোরিয়া। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান আল আমিনের হাফ সেঞ্চুরি আশার সঞ্চার ঘটালেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। আবাহনীর পাঁচ বোলার তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, সাকলাইন সজীব ও জুবায়ের হোসেন লিখন নিয়েছেন দুটি করে উইকেট।

সর্বশেষ খবর