শুক্রবার, ৬ মে, ২০১৬ ০০:০০ টা

দেশকে সব সময় উঁচুতে দেখতে চান মুস্তাফিজ

এএফপিকে এক সাক্ষাৎকারে

ক্রীড়া প্রতিবেদক

দেশকে সব সময় উঁচুতে দেখতে চান মুস্তাফিজ

এই সময়ে বর্তমান ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা মুস্তাফিজুর রহমান। ‘মুস্তাফিজ জ্বরে’ ভুগছে ক্রিকেট দুনিয়া। ভুগছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমকালো ও অর্থের ঝনঝনানির আইপিএলও। ‘কাটার মাস্টার’ মুস্তাফিজকে নিয়ে ক্রিকেট দুনিয়া এখন মাতোয়ারা। অথচ এক বছর আগেও কেউ মুস্তাফিজকে চিনত না। নামও শুনেনি কেউ তার। সেই মুস্তাফিজ এখন ছুটছেন উল্কা গতিতে। বিপর্যস্ত করছেন বিশ্বের নামি-দামি ব্যাটসম্যানদের। তার ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে চলছে কাটাছেঁড়া। কাটার বোলার মুস্তাফিজ এখন সানরাইজার্স হায়দরাবাদের ‘নিওক্লিয়াস’। আইপিএল কাঁপানো মুস্তাফিজ বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি সব সময় চান, বাংলাদেশের মাথা যেন উঁচুতে থাকে। সেটা ক্রিকেটসহ সব খেলাতেই।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে তিনি এখন পর্যন্ত ৮ উইকেট নিয়েছেন। সংখ্যাটি খুব বেশি নয়। কিন্তু তার বিস্ময় মাখানো বোলিং নিয়ে ধন্দে পড়ে যাচ্ছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। হায়দরাবাদ এখন পর্যন্ত যে কটি জয় পেয়েছে, তার মূল নায়ক মুস্তাফিজ। এক ম্যাচের বোলিং স্পেল ছিল মুস্তাফিজের-৪-১-৯-২। বোলিংয়ের প্রথম ৯ বলে কোনো রান দেননি। যা আইপিএলে রেকর্ড। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেন, ‘আমি সব সময়ই চাই আমার দেশের মাথা যেন উঁচুতে থাকে। সেটা ক্রিকেটই হউক, কিংবা অন্য যে কোনো খেলাই হউক।’ সাক্ষাৎকারে মুস্তাফিজ আরও বলেন, ‘আমার ভাই অনেক করেছেন আমার জন্য। খুশি হই, যখন দেখি এবং শুনতে পাই আমার খেলা দেখার জন্য গ্রামবাসী ভেঙে পড়ে, ‘ব্যাপারটা দারুণ লাগে। যখন শুনি গ্রামের মানুষ আমার খেলা দেখে এবং বলে-আজ তোমার খেলা দেখেছি বা দেখব বলেন। এগুলো শুনে খুব ভালো লাগে।’ মুস্তাফিজের খেলা দেখার আয়োজন করেন ভাই মোখলেসুর রহমান। ভাইয়ের খেলার জন্য গ্রামে তিনি প্রজেক্টরের ব্যবস্থা করেন।

সর্বশেষ খবর