মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজকে নিয়ে বিগব্যাশে কাড়াকাড়ি!

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজকে নিয়ে বিগব্যাশে কাড়াকাড়ি!

বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি বার্তা সংস্থায় দিন কয়েক আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টটিতে ‘বিস্ময়কর’ স্লোয়ার ও ইয়র্কারের জন্য তরুণ মুস্তাফিজকে নাম দিয়েছে ‘মরণঘাতী’। সত্যিই মুস্তাফিজ মরণঘাতী! আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে প্রতি ম্যাচে যেভাবে দুর্বিষহ করে তুলছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের, তাতে এরচেয়ে ভালো নাম আর কি হতে পারে? মুস্তাফিজের দুরন্ত বোলিংয়ে উল্কা গতিতে ছুটছে হায়দরাবাদ। ৯ ম্যাচে ৬ জয় তুলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে দলটি। মুস্তাফিজ দুরন্ত বোলিং করে ৯ ম্যাচে শিকার করেছেন ১৩ উইকেট। শুধু দুর্দান্ত বোলিংই করছেন না কাটার মাস্টার, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় মিতব্যয়ী বোলার হিসেবেও। ওভার প্রতি স্ট্রাইক রেট ৬.১৫। মুস্তাফিজের মিতব্যয়ী বোলিং ও উইকেট শিকার দেখে বিশ্বব্যাপী নড়েচড়ে বসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইপিএলের পর সাসেক্সের পক্ষে কাউন্টি খেলতে যাবেন মুস্তাফিজ। কিন্তু এর মধ্যেই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিগ ব্যাশের দলগুলোও নড়েচড়ে বসেছে। আসন্ন বিগ ব্যাশে তাকে পেতে দলগুলোর মধ্যে হুড়োহুড়ি পড়বে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইট।

বয়স মাত্র ২০। কিন্তু স্লোয়ার ও ইয়র্কারের মতো মারণাস্ত্রগুলো দিয়ে বিধ্বস্ত করে যাচ্ছেন দলগুলোকে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪-২-৯-২ রান নিয়ে আলোড়ন তুলেন আইপিএলে। রবিবার রাতে আসরে নিজের সেরা বোলিং (৩-০-১৬-৩) করেন ‘বিস্ময়কর’ বোলার। এতটাই নিয়ন্ত্রিত বোলিং করছেন মুস্তাফিজ, তাকে নিয়ে এর মধ্যেই বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে বিগ ব্যাশের দলগুলোতে। আট দলের মধ্যে মেলবোর্ণ স্টারস তাদের কোটা পূরণ করেছে। বাকি সাত দলের একটি করে কোটা খালি রয়েছে। সেই জায়গা মুস্তাফিজকে নিয়ে পূরণ করতে চাইছে দলগুলো। হায়দরাবাদের কোচ টম মুডি বিগ ব্যাশে মেলবোর্ণ রেনেগেইডসের সঙ্গে সম্পৃক্ত। ক্রিকেট অস্ট্রেলিয়ার আভাস মুডির মাধ্যমে রেনেগেইডস দলভুক্ত করবে মুস্তাফিজকে। দলটির কোচ ডেবিড স্যাকার জানিয়েছেন, একজন বিদেশি বোলার দিয়ে কোটা পূরণ করতে চান। আগ্রহ রয়েছে সিডনি সিক্সার্সেরও। দলটির অধিনায়ক মেইজেস হেনরিক্স আবার মুস্তাফিজের সতীর্থ। হেনরিক্সের মতে, মুস্তাফিজ ‘লিটল জিনিয়াস’। সিডনি থান্ডার্সের ম্যানেজার মাইক হাসিও চাইছেন, মুস্তাফিজকে।

সর্বশেষ খবর