শিরোনাম
সোমবার, ১৬ মে, ২০১৬ ০০:০০ টা

সেরেনার রোম জয়

ক্রীড়া ডেস্ক

রোম ওপেনে ক্যারিয়ারের চতুর্থ শিরোপা জিতলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ক্লে কোর্টে ২০০২ সালের পর প্রথমবারের মতো অল মার্কিন ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল গতকাল রোমে। সেখানে মেডিসনকে ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সেরেনা উইলিয়ামস। গত চার বছরে এখানে তৃতীয় শিরোপা জিতলেন তিনি। সামনেই ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টে নিজেকে দুর্দান্ত ফর্মেই ফিরিয়ে আনলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ডস্লাম শিরোপার সন্ধান করছেন সেরেনা। আর মাত্র একটা গ্র্যান্ডস্লাম জিতলেই তিনি স্পর্শ করবেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ড। এরপর সামনে থাকবেন কেবল মার্গারেট কোর্ট (২৪টি গ্র্যান্ডস্লাম)। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট। রোঁলা গারোর এ টুর্নামেন্ট জিতবেন কি সেরেনা! রোম জয়ের পর উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের চোখ এবার সেদিকেই। তবে অ্যাঞ্জেলিক কারবার অস্ট্রেলিয়া ওপেনে সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন। ফ্রেঞ্চ ওপেন জিততে হলেও এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেরেনাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর