বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬ ০০:০০ টা

৩১ অ্যাথলেট ডোপ পাপী!

ক্রীড়া ডেস্ক

৩১ অ্যাথলেট ডোপ পাপী!

রিও অলিম্পিকে ডোপ পাপের অভিযোগে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের অন্তত ৩১ জন অ্যাথলেটকে নিষিদ্ধ করা হতে পারে। বেইজিং অলিম্পিকের ৪৫৪টি এবং লন্ডন অলিম্পিকের ২৫০টি নমুনা নতুন করে উন্নত প্রযুক্তির সাহায্যে পরীক্ষা করা হবে বলে ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এতে অন্তত ৩১ জন অ্যাথলেট রিও অলিম্পিকে অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাক বলেছেন, ‘এই পরীক্ষাটা হবে খুবই শক্তিশালী আঘাত ধোঁকাবাজদের বিরুদ্ধে। আমরা তাদেরকে জিততে দিতে পারি না।’ এমন কিছু ড্রাগ রয়েছে যা ডোপ টেস্টে ধরা পড়ে না। এ কারণে নতুন প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে। এ প্রযুক্তিতে পরীক্ষা করা হলে ডোপ পাপীরা নিশ্চিতভাবেই ধরা পড়বে বলে মনে করছেন থমাস বাক। তিনি বলেন, ‘আমরা ১০ বছর পর্যন্ত নমুনা সংরক্ষণ করি। যাতে আমাদেরকে কেউ ধোঁকা দিতে না পারে।’ রিও অলিম্পিকে আমরা এমন কিছু হতে দিব না।’ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪৫০০ অ্যাথলেটের ডোপ টেস্ট হয়েছিল। এর মধ্যে ৪৫৪টি ছিল সন্দেহজনক। লন্ডন অলিম্পিকেও ডোপ টেস্টে সন্দেহজনক ছিল বেশ কয়েকটা নমুনা। সবকিছু মিলিয়ে এবারের রিও অলিম্পিক ধোঁকাবাজদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং অ্যাজেন্সি বর্তমানে অ্যাথলেটদের নমুনা পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণ শেষ হলেই অনেককে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করবে কর্তৃপক্ষ। তবে এখনো কারা সন্দেহভাজন তা বলেনি অলিম্পিক কমিটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর