রবিবার, ২২ মে, ২০১৬ ০০:০০ টা

সালাউদ্দিন-ক্রুইফ বৈঠক

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দল ব্যর্থ হওয়ায় কোচ লোডডিক ক্রুইফকে দ্বিতীয়বার বরখাস্ত করে বাফুফে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন তার ওপর এতটা বিরক্ত ছিলেন যে বিদায় বেলায় ঠিকমতো কথাও বলেননি। এশিয়ান কাপ প্লে-অফ তাজিকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের জন্য আবারও জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন এই ডাচ কোচ। মঙ্গলবার ঢাকায় এসেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্যাম্পে ছুটে যান। ফিফা কংগ্রেসে মেক্সিকোতে থাকায় সালাউদ্দিনের সঙ্গে দেখা হয়নি ক্রুইফের। গতকালই বাফুফে ভবনে দুজনা আলোচনায় বসলেন। ঘণ্টাখানেক আলাপের মধ্যে প্রাধান্য পেয়েছে প্লে-অফ ম্যাচ। ২ জুন অ্যাওয়ে ও ৭ জুন হোমে তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচ। জিতলেই বাছাইপর্বে খেলবে। না জিতলেও সুযোগ থাকবে। তখন পরবর্তী ম্যাচে ভুটানকে হারালেই চলবে। তাজিকিস্তান কঠিন প্রতিপক্ষ হলেও সালাউদ্দিন চাচ্ছেন সুযোগটা কাজে লাগাতে। তাই ক্রুইফের সঙ্গে মূল আলোচনা ছিল ক্যাম্পে ফুটবলারদের প্রস্তুতি নিয়ে। ক্রুইফও মানছেন কঠিন চ্যালেঞ্জ। তারপরও চেষ্টা থাকবে ৭ জুন ঢাকায় ম্যাচটা জেতা। বিশ্বকাপ বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে হারলেও তার আগে ঢাকায় ক্রুইফের প্রশিক্ষণে তাজিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। শেষ মুহূর্তে ডিফেন্ডারদের ভুলে জয় হাত ছাড়া হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর