বুধবার, ২৫ মে, ২০১৬ ০০:০০ টা

ফের শীর্ষে উঠল দোলেশ্বর

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে টানা পঞ্চম রাউন্ড পর্যন্ত শীর্ষেই ছিল প্রাইম দোলেশ্বর। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। কিন্তু টানা দুই হারে তারা দ্বিতীয় স্থানে নেমে আসে। তবে গতকাল অস্টম রাউন্ডে বৃষ্টি আইনে কলাবাগান ক্রিকেট একাডেমিকে ৪৯ রানে হারিয়ে আবারও শীর্ষ স্থান দখল করেছে দলটি। তবে মোহামেডান প্রাইম ব্যাংকের বিরুদ্ধে জিতে গেলে তাদেরকে নেমে আসতে হবে দুইয়ে।

গতকাল ঢাকা প্রিমিয়ার লিগে আরও দুটি ম্যাচ ছিল। কিন্তু বৃষ্টির কারণে দুটি ম্যাচই অসমাপ্ত। আবাহনী-গাজী গ্রুপ ও মোহামেডান- প্রাইম ব্যাংকের ম্যাচের বাকি অংশ আজ রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে তিন ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন, রবিউল ইসলাম ও রকিবুল হাসানের তিন হাফ সেঞ্চুরিতে ২৮৭ রানের বড় স্কোর করে প্রাইম দোলেশ্বর। ২৮৮ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলাবাগান ক্রিকেট একাডেমি ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান করার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত খেলা মাঠে না গড়ালেও ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৪৯ রানে জিতে যায় দোলেশ্বর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে মুশফিকুর রহিমের মোহামেডান। মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারায় তারা। কিন্তু লোয়ার অর্ডারে নাজমুল হোসেন মিলন ও হাবিবুর রহমানের দারুণ ব্যাটিংয়ে শেষ  পর্যন্ত ২২৪ রান করে মতিঝিলের দলটি। নাজমুল ৬৪ এবং ৫০ রান করেন হাবিবুর। প্রাইম ব্যাংক লক্ষ্য তাড়া করতে নেমে ৬.২ ওভারে এক উইকেট হারিয়ে ৪১ রান করার পর বৃষ্টি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত গতকাল খেলা আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। আজ জয়ের জন্য ৪৩.৪ ওভারে আরও ১৮৪ রান করতে হবে প্রাইম ব্যাংককে। হাতে রয়েছে ৯ উইকেট। বিকেএসপিতে গতকাল দারুণ ব্যাটিং করেছে আবাহনী। টপ অর্ডার ও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৭৬ রান করে দলটি। অপরাজিত ৯০ রান করেছেন আবাহনীর বিদেশি খেলোয়াড় রজত ভাটিয়া। ৫৫ রান এসেছে তামিম ইকবালের ব্যাট থেকেই। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গতকাল লিস্ট-এ ম্যাচে ছয় হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন তামিম। বৃষ্টির কারণে গাজী গ্রুপ ব্যাটিং করারই সুযোগ পায়নি। আজ রিজার্ভ ডে-তে ব্যাট করবে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর