শুক্রবার, ২৭ মে, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজের জন্য দোভাষী

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের জন্য দোভাষী

আইপিএলে আগে কখনো এমনটি ঘটেনি। দোভাষী রাখা হয়নি কোনো ক্রিকেটারের জন্য। কিন্তু মুস্তাফিজের জন্য দোভাষী রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা ছাড়া মুস্তাফিজ হিন্দি কিংবা ইংলিশ বোঝেন না। দোভাষীর মাধ্যমে কাটার মাস্টারের কথা বুঝতে হয় অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। তাতেও সমস্যা হচ্ছে না ওয়ার্নারের। তবে দোভাষীকে তো আর মাঠে নিয়ে যাওয়া যায় না। তাই মাঠে মুস্তাফিজের সঙ্গে ইশারায় কথা বলেন ওয়ার্নার। ওয়ার্নার বলেন, ‘মাঠে যখন থাকি তখন আমরা ক্রিকেটীয় ভাষা আদান-প্রদান করি। সিগন্যালও দেই। যেমন ইয়র্কার দিতে বললে নিচে দেখাই। স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই।’

এবারের আইপিএলে সবচেয়ে বেশি আলোচনা  মুস্তাফিজকে ঘিরে। আইসিসির বোর্ড মিটিংয়েও তার প্রশংসা করা হয়েছে। বাংলাদেশে তার জনপ্রিয়তা এতটাই যে, হায়দরাবাদের খেলা থাকলে সিনেমা হলে সিনেমার পরিবর্তে মুস্তাফিজের খেলা দেখানো হয়। সাধারণ মানুষ বড় পর্দায় টিকিট কেটে মুস্তাফিজের খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বাংলাদেশের মতো মুস্তাফিজের জন্য উচ্ছ্বসিত সানরাইজার্স অধিনায়ক, ‘আমি মুস্তাফিজকে ভীষণ ভালোবাসী। ওর যেখানে ফিল্ডিং করতে ইচ্ছা করে সেখানেই দেই। ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করি। সানরাইজার্স হায়দরাবাদ একটা পরিবারের মতো। আর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুস্তাফিজ।’

মুস্তাফিজ এখন সান রাইজার্স হায়দরাবাদের সবচেয়ে বড় তারকা। কাটার মাস্টার বল হাতে নিয়েই গর্জন ওঠে গ্যালারিতে। অবশ্য বড় তারকা হলেও অভিজ্ঞতায় এখনো অনেক পিছিয়ে। অনেক কিছুই শিখতে হবে তাকে। এটা খুব ভালো করেই জানেন ওয়ার্নার। মুস্তাফিজকে আদর করে ডাকেন ‘ফিজ’ নামে। প্রিয় ফিজের প্রশংসা করতে গিয়ে অসি তারকা বলেন, ‘মুস্তাফিজ ভীষণ মেধাবী। আমি চেষ্টা করছি ওকে সতর্কভাবে ব্যবহার করতে। এমন সময় আক্রমণে আনতে চেষ্টা করি যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের মধ্যে ওকে ফেলতে চাই না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর