শিরোনাম
রবিবার, ২৯ মে, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনার জয় চিলির হার

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা সিন্টেনারিও ২০১৬ শুরু হতে আর দেরি নেই। সম্পূর্ণ নতুন আদলে আগামী ৩ জুন থেকেই শুরু হচ্ছে শত বছরের পুরনো এ টুর্নামেন্ট। নামও বদলে গেছে। এবার পুরো আমেরিকা মহাদেশ অংশ নিবে এই টুর্নামেন্টে। গতকাল সকালে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ১-০ গোলে হারায় হন্ডুরাসকে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন গঞ্জালো হিগুয়েন। ম্যাচ জিতলেও ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মেসি। তবে অবস্থা কতটা গুরুতর, এখনো জানা যায়নি। কোপা আমেরিকায় গত আসরে চিলির কাছে হেরে শিরোপাবঞ্চিত আর্জেন্টাইনরা এবার ভুল করতে রাজি নয়। প্রস্তুতিটা ভালোই হচ্ছে আলবেসিলেস্তদের। এবার মেসিরা ডি গ্রুপে মুখোমুখি হবেন চিলি, পানামা এবং বলিভিয়ার। প্রস্তুতি ম্যাচে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি জ্যামাইকার কাছে হেরে গেছে ২-১ গোলে! জ্যামাইকার ডোনাল্ডসন এবং গ্র্যান্ট গোল করে দলের জয় নিশ্চিত করেন। চিলির পক্ষে একমাত্র গোল করেন কাস্তিলো। চিলি হেরে গেলেও জয় পেয়েছে উরুগুয়ে। ইনজুরি আক্রান্ত লুইস সুয়ারেজকে ছাড়াই ৩-১ গোলে হারিয়েছে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে। গত বিশ্বকাপের বিস্ময় কোস্টারিকা ২-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

সর্বশেষ খবর