সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

বিজয়ের কারিগর জিদান

ক্রীড়া ডেস্ক

বিজয়ের কারিগর জিদান

কেবল স্প্যানিশ মিডিয়াই নয়, বিশ্ব মিডিয়াতেই প্রশংসিত ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। তিনি রিয়াল মাদ্রিদকে কেবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাই উপহার দেননি সেসঙ্গে দিয়েছেন আরও একবার বিশ্বসেরা ক্লাব হিসেবে মাথা উঁচু করে নিজেদের নাম ঘোষণা করার প্রেরণাও। ক্লাবের ওয়েলসিয়ান তারকা গেরেথ বেলে যেমনটা বললেন, ‘জিনেদিন জিদান কোচ হওয়ার পর রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসী হয়েছে। তিনিই আমাদেরকে বিজয়ের পথ দেখিয়েছেন।’ বেলের এই ঘোষণা যেন বিশ্ব ফুটবলেরই ঘোষণা। স্প্যানিশ পত্রিকা মার্কা তো বলেই দিল, জিদানই হচ্ছেন রিয়াল মাদ্রিদের বিজয়ের কারিগর, ‘দ্য আর্কিটেক্ট অব ভিক্টরি’। তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এটা কেবলমাত্র শুরু জিদানের। তিনি ভবিষ্যতে বহুদূর যাওয়ার যোগ্যতা রাখেন বলে এরই মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফুটবল সমালোচকরা। মাত্র পাঁচ মাসের কোচিংয়ে যদি রিয়ালের অবস্থা এমন হয়, তাহলে ভবিষ্যতে কী হবে! এক সময় রিয়াল মাদ্রিদ ভক্তরা জিনেদিন জিদানকে দেখেছেন ব্রাজিলিয়ান গ্রেট রোনাল্ডোদের নিয়ে মাঠ কাঁপাতে। জয় করেছেন লা লিগাসহ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং আরও অনেক কিছু। আর বর্তমানে তিনি আরেক রোনালদোকে দিয়ে লিখে চলেছেন নতুন ইতিহাস। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ এবং রোনালদো দুই পক্ষই দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেছে। দুবছর পর রোনালদোর চুক্তি শেষ হওয়ার কথা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর