Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১ অক্টোবর, ২০১৬

প্রকাশ : বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা আপডেট : ৩১ মে, ২০১৬ ২৩:৩৯
টেস্ট বোলিংয়ের শীর্ষে অ্যান্ডারসন
ক্রীড়া ডেস্ক

প্রথমবারে মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসাধারণ বোলিংয়ের সুবাদে সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রডকে টপকে এক নম্বর হয়েছে অ্যান্ডারসন। লঙ্কানদের বিরুদ্ধে দুই টেস্ট মিলে ১৮ উইকেট নিয়েছেন এই ইংলিশ বোলার। প্রথম টেস্টে ১০টি, দ্বিতীয় টেস্টে ৮টি। চতুর্থ ইংলিশ বোলার হিসেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রথমবারের মতো ইংলিশ বোলার ইয়ান বোথাম উঠেছিলেন শীর্ষে। দ্বিতীয় বোলার হিসেবে ২০০৪ সালে স্টিভ হার্মিসন উঠেছিলেন শীর্ষে। আর স্টুয়ার্ট ব্রডকে টপকে তো শীর্ষে উঠলেন অ্যান্ডাসন।

তবে লঙ্কান সিরিজে ভালো করতে না পারায় শীর্ষ থেকে তিন নম্বরে নেমে গেছেন ব্রড। দুই নম্বরে রয়েছেন ভারতের স্পিনার রবিচন্দন অশ্বিন। আগের মতোই ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অশ্বিন। সাকিব আল হাসান রয়েছেন দুই নম্বরে।
up-arrow