শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

২০১৯ সালেই চালু হচ্ছে দুই স্তরবিশিষ্ট টেস্ট

ক্রীড়া প্রতিবেদক

২০১৯ সালেই চালু হচ্ছে দুই স্তরবিশিষ্ট টেস্ট

তিন মোড়ল না থাকলেও তাদের কার্যক্রম কিন্তু থেমে নেই। পরিকল্পনাগুলো ঠিকই বাস্তবায়ন হচ্ছে। বিগ-থ্রির একটা ধারণা ছিল দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট পদ্ধতি। সেটিই শুরু হতে যাচ্ছে ২০১৯ সাল থেকে। জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। তিনি বলেন, ‘চলতি বছরের শেষের দিকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারব কাঠামো কি হবে।’ দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট পদ্ধতিতে ‘প্রমোশন’ ও ‘রেলিগেশনের’ ব্যবস্থা থাকবে। যতই দিন যাচ্ছে জনপ্রিয়তা হারাচ্ছে টেস্ট ক্রিকেটে। তাই আইসিসির ইনকামও ভালো হচ্ছে। সে কারণেই অনেক দিন থেকেই টেস্টে আকর্ষণ বাড়ানোর পরিকল্পনা করে যাচ্ছে আইসিসি। এই পদ্ধতিতে টেস্ট খেলুড়ে ১০টি দলের মধ্যে দুই ভাগ হবে। হয়তো প্রথম ভাগে থাকতে পারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল। পরের ধাপে থাকবে শেষের তিনটি দল। যাদের সঙ্গে যুক্ত হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্ট। নির্দিষ্ট সময় পর প্রথম স্তরের শেষের দলটি চলে যাবে দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তরের শীর্ষ দলটি উঠে যাবে প্রথম স্তরে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো আরও বিপদে পড়বে। একে তো আইসিসির বরাদ্দ কমে যাবে, তার চেয়েও বড় কথা হচ্ছে মাঝে মধ্যে বড় দলগুলোর সঙ্গে যে দুই একটা টেস্ট খেলার ছিল সেটিও আর থাকবে না।

সর্বশেষ খবর