শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

কর ফাঁকির মামলায় আদালতে মেসি

ক্রীড়া ডেস্ক

কর ফাঁকির মামলায় আদালতে মেসি

কর ফাঁকির মামলায় বার্সেলোনার আদালতে হাজিরা দিয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে দ্রুত আদালতে ঢুকে যান মেসি আর তার বাবা হোর্হে হোরাসিও মেসি। মঙ্গলবার থেকে শুনানি শুরু হলেও গতকাল অংশ নেন  মেসি। ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। তবে মেসির আইনজীবীদের দাবি, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন।  মেসি শুধু স্বাক্ষর করতেন। তারা জানান, মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনোভাবেই জড়িত ছিলেন না। উল্লেখ্য, দোষী সাব্যস্ত হলে ২২ মাস করে কারাদণ্ড হতে পারে মেসি ও তার বাবার। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুবছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। আদালতে হাজিরা দিলেও মেসি শিগগিরই আর্জেন্টিনার  কোপা আমেরিকার দলের সঙ্গে যোগ দেবেন।

সর্বশেষ খবর