শুক্রবার, ৩ জুন, ২০১৬ ০০:০০ টা

সাতক্ষীরায় মুস্তাফিজের সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি

মুস্তাফিজ আমাদের গর্ব, মুস্তাফিজ আমাদের অহঙ্কার। সাতক্ষীরা জেলা দেশের ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি এই অঞ্চলে ক্রীড়া কমপ্লেক্স তৈরি করার জন্য। এটি গড়ে তোলা হলে এই অঞ্চল থেকে সৌম্য-মুস্তাফিজের মতো আরও খেলোয়াড় তাদের নৈপুণ্যের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আইপিএল বিজয়ী মুস্তাফিজের নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদানকালে এসব কথা বলেন  জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় মুস্তাফিজ ও তার পরিবারকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাটার মাস্টার মুস্তাফিজের হাতে একটি ক্রেস্ট তুলে দেন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে ১ লাখ টাকার সম্মাননা স্মারকের একটি চেক ও তার পিতা আবুল কাশেম গাজীর হাতে নগদ ১ লাখ টাকা প্রদান  করেন।

সর্বশেষ খবর