শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় বোর্ড

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তায় বোর্ড

আইপিএলে দাপুটে পারফর্ম করে ক্রিকেটবিশ্ব মাতিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ার ও ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। সান রাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল কাটার মাস্টারের। প্রতি ম্যাচেই যে মুস্তাফিজ তার সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তা নয়। কিন্তু মুস্তাফিজের দলে থাকাই ছিল প্রতিপক্ষের জন্য বড় যন্ত্রণা। তা ছাড়া ১৭টি উইকেট নেওয়াও তো আর সোজা কথা নয়।

তবে আইপিএল মাতিয়ে দিয়ে এলেও মুস্তাফিজকে নিয়ে মহা দুশ্চিন্তা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও বাংলাদেশের মিডিয়ার কাছে মুস্তাফিজকে নিয়ে বিসিবির কোনো কোনো কর্মকর্তাই মুখ খুলছেন না। ফিজিও থেকে শুরু করে বোর্ড পরিচালক, কারও কাছে কিছু জানতে চাইলে সোজা বলে দেন, ‘মুস্তাফিজ সম্পর্কে কিছু বলা নিষেধ!’ অথচ দেশের বাইরের মিডিয়ায় ঠিক মন্তব্য করছেন তারা। ভারতের জনপ্রিয় এক পত্রিকাকে ফিজিও বায়োজিদ বলেন, ‘শেষ দুই মাসে ১৯টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। চোট থেকে ফিরেই এতোগুলো ম্যাচ খেলা কিন্তু তার শরীরের পক্ষে ভালো নয়। এখনই হয়তো তেমন কিছু হবে না, কিন্তু শরীরকে ঠিকমতো বিশ্রাম না দিলে বড় সমস্যা হয়ে যাবে ওর। তবে এটা ঠিক যে, অতিরিক্ত ক্রিকেট ক্ষতি করছে মুস্তাফিজকে।’

ইতিমধেই রশি টানাটানি শুরু হয়ে গেছে, মুস্তাফিজ কাউন্টি খেলতে যাবেন নাকি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন। নাকি বিশ্রাম নেবেন? বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে বিসিবির ওপর। ভারতীয় মিডিয়াকে বায়োজিদ বলেছেন, ‘আমরা তার শারীরিক পরীক্ষা নেব, পাস করতে পারলে কাউন্টি খেলার অনুমতি দেওয়া হবে।’

এদিকে ঢাকায় ফিরে মুস্তাফিজ চলে গেছেন তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। কিন্তু গ্রামের নির্মল হাওয়ায় ক্লান্ত শরীরকে জুড়িয়ে নেবেন, সে উপায়ও তো নেই! অজপাড়া গায়ের এক ছেলে বিশ্ব মাতিয়ে দিয়েছে, তাই তাকে দেখার জন্য প্রতিদিনই দল বেধে মানুষ আসছে দেখার জন্য। এছাড়া মিডিয়া কর্মীরা তো পিছনে লেগেই আছে। তা ছাড়া মুস্তাফিজ এখন জাতীয় সম্পদ, তাই তার নিরাপত্তা জোরদার করার জন্য বাড়িতে পুলিশও রাখা হয়েছে। এতো সব বাধার মধ্যেও মুস্তাফিজ কতটা বিশ্রাম নিতে পারবেন সেটাই এখন প্রশ্ন!

সর্বশেষ খবর