Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭

প্রকাশ : শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ জুন, ২০১৬ ২৩:৩৮
অলিম্পিক ডে রান পালিত
ক্রীড়া প্রতিবেদক

নানান আয়োজনে গতকাল পালিত হয়েছে অলিম্পিক ডে রান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই বিশ্বব্যাপী পালিত হয় অলিম্পিক ডে রান। বাংলাদেশে গতকাল পালন করা হয় সকাল ৭টায় র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে শেষ হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মশাল গেটে।   র‌্যালিতে অংশ নেন বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ফেডারেশন, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ও ভিডিপি, পুলিশের খেলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা। র‌্যালি শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হয়। অলিম্পিক ডে রান একই সঙ্গে পালিত হয় রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল শহরেও। অলিম্পিক ডে-তে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক,এনডিসি, পিএসসি।

up-arrow