শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

ওয়েস্ট ইন্ডিজ ‘দারুণ’ হোল্ডার

ক্রীড়া প্রতিবেদক

ক্রিস গেইল নেই, ডোয়াইন ব্রাভো নেই, বাদ পড়েছেন অ্যান্ড্রু রাসেল ও ড্যারেন স্যামিও! তারপরেও ওয়েস্ট ইন্ডিজ দল দারুণ একটি দল বলে মন্তব্য করেছেন অধিনায়ক জেসন হোল্ডার। গতকাল থেকে শুরু হয়েছে ত্রি-দেশীয় সিরিজ। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের অন্য দলটি হচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়েছেন স্পিনার সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। দল নিয়ে হোল্ডার বলেন, ‘আমি দারুন একটি স্কোয়াড পেয়েছি। দলের অধিনায়ক খেলোয়াড়ই বিশ্বকাপ খেলেছে। তা ছাড়া অনেকে আইপিএলে দারুন পারফরর্ম করেছেন। অনেক দিন পর দলে ফিরেছেন সুনীল নারাইন ও কাইরন পোলার্ড। আমার বিশ্বাস এই সিরিজে আমরা ভালো করতে পারবো।’ জেসন হোল্ডারের কথায় বিতর্কের বিষয়টি আবার সামনে চলে এসেছে। তাহলে সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দিতে কলকাঠি নেড়েছেন হোল্ডারই। এমন বিতর্ক ক্যারিবীয় দ্বীপের আকাশে বাতাসে। সব শেষ হোল্ডারের কথায় সেটি যেন আরও পরিস্কার হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বিতর্ক নতুন কোনো ঘটনা নয়। দল বাছাই থেকে শুরু করে প্রতিটি সেক্টরের দূর্নীতি। নির্বাচকদের মন যোগাতে না পারলে ভালো খেলেও দলে সুযোগ পাওয়া যায় না। আবার নির্বাচকদের অপছন্দের ক্রিকেটাররা দারুন পাফরর্ম করার পরও দল থেকে বাদ পড়ে যায়। নির্বাচকদের রোষানলে পড়েই কিনা দল থেকে বাদ পড়তে হয়েছে গেইল, ব্রাভো, রাসেল ও স্যামিকে। তা ছাড়া একমাত্র স্যামি ছাড়া বাকি তিন ক্রিকেটারই টি-২০ বিশ্বকাপে ভালো খেলেছেন। অথচ তারপরেও জায়গা হলো না ত্রি-দেশীয় সিরিজের দলে।

সর্বশেষ খবর