Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৪ জুন, ২০১৬ ২৩:০৫
ফিরেই নারাইনের ক্যারিশমা
ক্রীড়া ডেস্ক
ফিরেই নারাইনের ক্যারিশমা

বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইনকে মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘদিন। আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাঠে নেমেই চমক দেখিয়েছেন। মাত্র ২৭ রানে নিয়েছেন ৬ উইকেট। নারাইনের জাদুকরি বোলিংয়ে ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চার উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম উইকেট জুটিতে আসে ৫২ রান। কিন্তু ৫২ রানেই তাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। তৃতীয় উইকেট জুটিতে আসে ৭৮ রান। এর পরেই প্রোটিয়া ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে নামতে বাধ্য করেন সুনীল নারাইন। দক্ষিণ আফ্রিকার শেষ ছয় ব্যাটসম্যানকে দুই অঙ্কের কোটায় পৌঁছাতে দেননি ক্যারিবীয় বোলাররা। ৪৬.৫ ওভারে মাত্র ১৮৮ রানেই আটকে যায় প্রোটিয়াদের ইনিংস। তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এই অল্প পুঁজি নিয়েই লড়াই জমিয়ে তুলেছিলেন প্রোটিয়া বোলাররা। ১৮৯ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতেই ৪৮.১ ওভার খেলতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হারাতে হয়েছিল ছয় উইকেট। বোলাররা এমন লড়াই জমিয়ে তুলেছিলেন যেন আর ১০-১৫ রান হলেই ম্যাচের ফল অন্যরকম হতে পারত। সুনীল নারাইনের মতো অনেক দিন পর দলে জায়গা পেয়ে দাপট দেখিয়েছেন কাইরন পোলার্ডও। ব্যাট হাতে খেলেছেন ৬৭ রানের হার না মানা ইনিংস। ৬টি বিশাল ছক্কার সঙ্গে দুটি বাউন্ডারি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। পোলার্ড দাপুটে ব্যাটিং করলেও ৬ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হয়েছেন নারাইন।

এই পাতার আরো খবর
up-arrow