রবিবার, ৫ জুন, ২০১৬ ০০:০০ টা

ইকুয়েডরের মুখোমুখি নেইমারহীন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

অলিম্পিকে খেলবেন বলে কোপা আমেরিকায় অংশ নিতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সেলোনার এমন শর্ত মেনে নিয়েছেন অবশ্য লিওনেল মেসিও। তিনি কোপা আমেরিকায় খেললেও খেলবেন না অলিম্পিকে। নিয়মিত অধিনায়ককে ছাড়াই কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ আসরের জন্য দল গঠন করেছেন ব্রাজিলিয়ান কোচ ডুঙ্গা। এর মধ্যে বেশিরভাগই তরুণ। এই তরুণদের নিয়েই আজ ভাগ্য পরীক্ষায় নামছেন ডুঙ্গা। ৮ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে আজ ল্যাটিন প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের পথ আজ জিতলেই সহজ হয়ে যাবে। প্যাসাডোনার রোজ বোল স্টেডিয়ামে এমনকি ড্র করলেও ব্রাজিলিয়ানরা এগিয়ে থাকবে। পরের ম্যাচ হাইতি এবং পেরুর সঙ্গে। অবশ্য শেষ আট নিশ্চিত করতে হলে আজ জিতলেই সুবিধা হবে ডুঙ্গার। নেইমারকে ছাড়া ব্রাজিলিয়ানরা কেমন করবে তা বলা অবশ্য মুশকিল। এদিকে আজ হাইতির মুখোমুখি হচ্ছে ল্যাটিন দল পেরু। তাছাড়া সি গ্রুপের ম্যাচ খেলতে নামছে জ্যামাইকা-ভেনেজুয়েলা।

সর্বশেষ খবর