সোমবার, ৬ জুন, ২০১৬ ০০:০০ টা

শুক্রবার শেষ বিদায়

ক্রীড়া ডেস্ক

শুক্রবার শেষ বিদায়

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী আর নেই। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব শোকে কাতর। আগামী শুক্রবার আলীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তা হবে ভিন্ন ধারায়। কেননা শেষকৃত্যটি মুসলিম রীতিতে হলেও সেখানে সব ধর্মের মানুষের প্রবেশাধিকার থাকবে। মুসলমান আত্মপরিচয়ের প্রতি আলীর যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার ছিল বিশ্বজনীন পরিচয়ের প্রতি। নিজেকে বিশ্ব নাগরিক ভাবতেন তিনি।

শেষকৃত্যেও তাই আলীর বৈশ্বিক পরিচয় এবং মুসলিম আত্মপরিচয়ের সম্মিলন ঘটবে। জানাজা হবে, তারপর ইসলামের বিধান অনুযায়ীই দাফন করা হবে তাকে। তবে সেখানে থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সব ধর্মের মানুষ। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা পারিবারিক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, আলীর নিজস্ব ধারণা আর বিশ্বাসের প্রতি সঙ্গতি রেখেই শেষকৃত্যের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা বিলি ক্রিস্টান ও সাংবাদিক বায়ান্ট গাম্ব্বেলসহ শেষকৃত্য অনুষ্ঠানে অনেকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইস জিন নিজের শহরে মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শেষকৃত্যের আগে তার মরদেহ রাখা হবে নিজ শহরে।

সর্বশেষ খবর