মঙ্গলবার, ৭ জুন, ২০১৬ ০০:০০ টা
মাঠে নামছে আর্জেন্টিনা

উরুগুয়েকে হারাল মেক্সিকো

ক্রীড়া ডেস্ক

উরুগুয়েকে হারাল মেক্সিকো

আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, চিলির বিপক্ষে মেসিকে খেলানোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মেসি থাকুন আর নাই থাকুন, আজ আর্জেন্টিনার সামনে এটা প্রতিশোধের মিশন। গত কোপা আমেরিকায় ফাইনালে চিলির কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয়েছিল আলবেসিলেস্তরা। সেই দুঃসহ স্মৃতি নিশ্চয়ই এখনো ভুলেননি ডি মারিয়া-আগুয়েরোরা। আজ সকালে সান্তা ক্লারার লেভি স্টেডিয়ামে চিলির বিপক্ষে প্রতিশোধের ম্যাচ দিয়েই কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে যাত্রা করছে ফেবারিট আর্জেন্টিনা। ইনজুরি আক্রান্ত অনেকটাই সুস্থ। তবে আজ দলে থাকবেন কী না তা বলতে পারেননি কোচ মার্টিনোও!

এদিকে গতকাল কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে হেরে গেছে মেক্সিকোর কাছে। ৩-১ গোলের জয়ে কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে শুভসূচনা করেছে মেক্সিকানরা। ম্যাচের শুরু থেকেই উরুগুয়ে কোনো সুযোগই পায়নি। মেক্সিকোর দুরন্ত ফুটবলে শুরুতেই পিছিয়ে পরে উরুগুয়ে। ম্যাচের চতুর্থ মিনিটেই আত্মঘাতী গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার আলভারো পেরেরা। তবে উরুগুয়ের অধিনায়ক দিয়েগো গডিনের ৭৪ মিনিটের গোলে সমতায় ফিরেছিল ল্যাটিনরা। এরপর মেক্সিকান অধিনায়ক রাফায়েল মারকুয়েজ ৮৫ মিনিটে এবং হেরেরা অতিরিক্ত মিনিটে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল মেক্সিকো। সি গ্রুপের অপর ম্যাচে গতকাল জয় পেয়েছে ভেনেজুয়েলা। তারা ১-০ গোলে হারিয়েছে ক্যারিবীয়ান চ্যাম্পিয়ন জ্যামাইকাকে। ভেনেজুয়েলার পক্ষে একমাত্র গোলটি করেন মার্টিনেজ।

সর্বশেষ খবর