বুধবার, ৮ জুন, ২০১৬ ০০:০০ টা

আর্জেন্টিনার প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার প্রতিশোধ

লিওনেল মেসি ইনজুরি থেকে সেরে উঠলেও মাঠে নামবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। কোচ জেরার্ডো মার্টিনো মেসির মাঠে নামা নিয়ে বাড়াবাড়ি রকমের গোপনীয়তা অবলম্বন করলেন। শেষ পর্যন্ত মেসি আর মাঠে নামেননি। আর্জেন্টিনা নিয়মিত অধিনায়ককে ছাড়াই কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে দুর্দান্ত খেলল। গতকাল সকালে সান্তা ক্লারার লেভি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে মোটামুটি একটা প্রতিশোধও নিয়ে নিল আলবেসিলেস্তরা। মেসিহীন আর্জেন্টিনার পক্ষে দুটি গোল করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং এভার বানেগা। মাঠে নামার কিছুক্ষণ আগে ডি মারিয়ার কাছে তার দাদুর মৃত্যুর খবর পৌঁছে। শোকাহত ডি মারিয়ার জন্য মাঠে নেমে খেলাটাই মুশকিল ছিল। তবে তিনি শোককে শক্তিতে পরিণত করে খেললেন চমৎকার ফুটবল। ম্যাচের ৫১ মিনিটে দারুণ একটা গোল করে আকাশের দিকে মেলে ধরেন টি-শার্ট। সেখানে লেখা ছিল, ‘দাদু আমি অনেক বেশি করে তোমার অভাব বোধ করছি।’ ডি মারিয়া এর কয়েক মিনিট পরই এভার বানেগাকে দিয়ে আরও একটি গোল করান। আর্জেন্টিনার জয়ের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর ডি মারিয়ার ম্যাচসেরা হওয়ার জন্যও এটুকুই ছিল যথেষ্ট। চিলি অবশ্য বারবারই আঘাত করার চেষ্টা করেছে আর্জেন্টাইন ডিফেন্স লাইনে। আলেক্সিস সানচেজরা চেষ্টার ত্রুটি করেননি। অতিরিক্ত মিনিটে ফুয়েনজালিদা একটা গোল করে দলে কিছুটা স্বস্তি ফেরালেও পরাজয় এড়াতে পারেনি চিলি। লিওনেল মেসি দ্বিতীয় ম্যাচ থেকেই দলের নেতৃত্বভার গ্রহণ করবেন বলে জানালেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ‘মেসি এখন অনেক ভালো। আমরা আশা করি চার দিন পরের ম্যাচটায় সে খেলতে পারবে। আর আমরা আরও আত্মবিশ্বাসী হিসেবে লড়াই করব।’ এদিকে গতকাল সকালে অরলান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ল্যাটিন দল বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে পানামা। মধ্য আমেরিকার চ্যাম্পিয়নদের পক্ষে দুটি গোলই করেছেন দলের ৩৫ বছর বয়সী স্ট্রাইকার পিরেজ। এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে আর্জেন্টিনার মতোই এগিয়ে গেল পানামা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর