Bangladesh Pratidin

ফোকাস

  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৮ জুন, ২০১৬ ২৩:০২
ভেন্যু পরিদর্শন
ক্রীড়া প্রতিবেদক
ভেন্যু পরিদর্শন

শুধু ঢাকা ও চট্টগ্রাম নয়। এবার পেশাদার ফুটবল লিগের ভেন্যু বাড়ছে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছয় ভেন্যুতে লিগ অনুষ্ঠিত হবে। তবে ঢাকা আর চট্টগ্রাম ছাড়া অন্য ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, গোপালগঞ্জ ও জামালপুরে লিগ আয়োজনের চিন্তা রয়েছে। এসব ভেন্যুতে লিগ আয়োজন সম্ভব কিনা তা দেখতে পরিদর্শনে যাচ্ছে বাফুফে, স্পন্সর ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল বলেন, রাজশাহী ও বরিশাল স্টেডিয়ামের সুযোগ সুবিধাগুলো দেখা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি ভেন্যু দেখা হবে। এরপর চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ১৫ জুলাই থেকে পেশাদার লিগ শুরু হওয়ার কথা রয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow