শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

কিংবদন্তি বক্সারের ইচ্ছা পূরণ

ক্রীড়া প্রতিবেদক

কিংবদন্তি বক্সারের ইচ্ছা পূরণ

মোহাম্মদ আলীর বাসার সামনে ফুল দিয়ে কিংবদন্তি বক্সারকে শ্রদ্ধা জানাচ্ছে তার ভক্তরা —ইন্টারনেট

শুক্রবার পবিত্র জুমার দিন। মুসলমানদের কাছে এ দিনটির বিশেষ তাত্পর্য রয়েছে। একজন মুসলমান হিসেবে মোহাম্মদ আলী চেয়েছিলেন মৃত্যুর পর তার দাফনটা যেন শুক্রবারই হয়। শেষ পর্যন্ত কিংবদন্তি এই বক্সারের শেষ ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আলীর মেয়ে হানা আলী বলেন, অসুস্থ থাকা অবস্থায় বাবা বলতেন, সব সময় দুঃখী মানুষের পাশে থাকবে। কখনো অহঙ্কার দেখাবে না। কেউ বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবে দেখবে এতে উপকার পাবে। অসুস্থ থাকা অবস্থায় বাবা অনেক কিছু বলে গেছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে মরে গেলে দাফনটা যেন শুক্রবারই হয়। উনি বলতেন, সবদিনই পবিত্র। কিন্তু শুক্রবারটা মুসলমানদের কাছে বিশেষ একটা দিন। একজন মুসলমানের দাফন যদি শুক্রবার হয় তাহলে সে ভাগ্যবান। হানা বলেন, আমরা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে যাচ্ছি। পরিবারের সব সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারই যেন বাবার দাফন হয়।

অশ্রু ভেজা চোখে হানা আলী বলেন, বাবাকে আমরা আর কখনো ফিরে পাব না। কিন্তু বাবার মতো মহান ব্যক্তি চিরদিন বেঁচে থাকবেন সবার মধ্যে। পুরো বিশ্ব বাবাকে শ্রদ্ধা দেখাচ্ছে। সত্যিই আমি গর্বিত যে আমি মোহাম্মদ আলীর কন্যা।

সর্বশেষ খবর