শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা

ভিক্টোরিয়া শীর্ষে গাজীর বিদায়

ক্রীড়া প্রতিবেদক

ভিক্টোরিয়া শীর্ষে গাজীর বিদায়

সেঞ্চুরির পর মজিদ

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে এসে বিতর্ক যেন আঁকড়ে ধরেছে ঢাকা প্রিমিয়ার লিগকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আগের দিন বৃষ্টি না হলেও লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের খেলা মাঠে গড়ায়নি। গতকাল রিজার্ভ ডে-তে বৃষ্টির কারণে খেলাই হয়নি। আর খেলা না হওয়ায় এক পয়েন্ট পেয়ে রেলিগেশন থেকে বেঁচে যায় ব্রাদার্স। আবার গাজী গ্রুপকে বিশেষ বিশেষ সুবিধা দিতেই নাকি হঠাৎ করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছিল ‘ভিক্টোরিয়া-গাজী’ ম্যাচটি। যাতে মোহামেডান ও শেখ জামালের মধ্যকার ম্যাচের ফল দেখে সমীকরণ জেনে তারা খেলতে পারে। মোহামেডান জিতে যাওয়া গাজীর জন্য সমীকরণ সহজই হয়ে গিয়েছিল। ভিক্টোরিয়াকে হারালেই নিশ্চিত হয়ে যেত সুপার লিগ। কিন্তু ভিক্টোরিয়া কাল উল্টো ২৮ রানে হারিয়ে গাজী গ্রুপকে বিদায় করে দিয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে ভিক্টোরিয়া। আর গাজী হেরে যাওয়ায় ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক। টানা দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ভিক্টোরিয়ার ওপেনার আবদুল মজিদ। আগের ম্যাচে খেলেছিলেন ১১৮ রানের ইনিংস। গতকাল কাঁটায় কাঁটায় ১০০ রান করার পর আউট হয়ে গেছেন। ৯২ বলে দুটি ছক্কা ও আটটি বাউন্ডারিতে তিনি এই রান করেন। ঝড়ো ব্যাটিং করেছেন মুমিনুল হকও। তিনি ৬৬ বলে করেছেন ৭৩ রান। বৃষ্টির কারণে ৩৩ ওভারে কমিয়ে আনা ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করে ভিক্টোরিয়া। ২২০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। সর্বোচ্চ ৮৬ রান এসেছে বিস্টের ব্যাট থেকে। এছাড়া ওপেনার শামসুর রহমান করেছেন ৪২ রান। অফ স্পিনার আল আমিন মাত্র ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট। রূপগঞ্জ ও ব্রাদার্সের মধ্যকার ম্যাচটি না হওয়ায় বিতর্ক ছড়িয়েছে। যদিও গতকাল সকালে বৃষ্টির কারণে খেলা হয়নি। সূত্র জানিয়েছে, আগের দিন রাতে ইচ্ছা করেই নাকি বিকেএসপির যে পীচে খেলা হওয়ার কথা সেই পীচটি ঢেকে রাখা হয়নি! এ কারণে রাতের বৃষ্টির পর সকালে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ব্রাদার্সকে রেলিগেশন থেকে বাঁচাতেই নাকি এমন কাজ করা হয়েছিল। কেন না ব্রাদার্সের চেয়ে শক্তিমত্ত্বায় অনেক এগিয়ে রূপগঞ্জ। ম্যাচ হলে তাদের জয়ের সম্ভাবনাই ছিল বেশি। আর রূপগঞ্জ জিতে গেলে রেলিগেশন লিগ খেলতে হতো ব্রাদার্সকে।

সর্বশেষ খবর