Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১০ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ৯ জুন, ২০১৬ ২২:৫৪

মাঠে নামছেন মামুনুল-জামালরা

ক্রীড়া প্রতিবেদক

মাঠে নামছেন মামুনুল-জামালরা

মৌসুমে প্রথম ট্রফি স্বাধীনতা কাপে খেলা সম্ভব হয়নি। আইনি জটিলতা কেটে যাওয়ার আট ফুটবলার ফেডারেশন কাপে মাঠে নামবেন। মামুনুল ইসলাম, রায়হান হাসান, সোহেল রানা, ইয়াসিন মুন্না, নাসির উদ্দিন চৌধুরী, আলমগীর কবির রানা, জামাল ভূঞা ও শহিদুল আলম সোহেল এবার তাদের পুরনো দল শেখ জামাল ছেড়ে বিভিন্ন দলে যোগ দেন। কিন্তু এদের দলবদল অবৈধ্য বলে আইনি আশ্রয় নেয় শেখ জামাল। সংবাদ সম্মেলন করে এই ক্লাবের সভাপতি মনজুর কাদের জানান, শেখ জামালে খেলবে বলে আট ফুটবলারই অগ্রিম পেমেন্ট নেয়। অভিযোগ তোলার পাশাপাশি তারা মামলা ঠুকে দিলে এই আট ফুটবলারের ঘরোয়া আসরে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। কোর্ট জানিয়ে দেয় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এরা মাঠে নামতে পারবে না। সে কারণে স্বাধীনতা কাপ খেলা সম্ভব হয়নি তাদের। আদালত পরে জানিয়ে দেয় বিষয়টি নিষ্পত্তি করবে বাফুফে। বাফুফের প্লেয়ার্স স্টাটাস কমিটিও বৈঠক করে জানিয়ে দেয় কোর্ট যে রায় দিয়েছে তাতে আট ফুটবলারের মাঠে নামতে আর কোনো বাধা নেই। তবে এটাও উল্লেখ করা আছে যদি কেউ কোনো ক্লাব থেকে আগাম অর্থ নিয়ে থাকে তাহলে অবশ্যই ফেরত দিতে হবে। আট ফুটবলার মাঠে নামার অনুমতি পাওয়ায় ফেডারেশন কাপের আকর্ষণ যে বাড়বে। মামুনুল, রায়হান, সোহেল রানা, ইয়াসিন মুন্না খেলবেন চট্টগ্রাম আবাহনীতে, জামাল ভূঞা, আলমগীর রানা শেখ রাসেল ও গোলরক্ষক শহিদুল আলম খেলবেন ঢাকা আবাহনীতে। মাঠে নামার কাগজপত্রও আট ফুটবলারের হাতে পৌঁছে গেছে।


আপনার মন্তব্য