রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

সুপার লিগ শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

সুপার লিগ শুরু আজ

ঢাকা প্রিমিয়ার লিগে আজ থেকে মাঠে গড়াচ্ছে সুপার লিগের খেলা। প্রথম রাউন্ডে শীর্ষে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেটার্স ক্লাবের বিরুদ্ধে, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জের। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আবাহনী খেলবে প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে।

১৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থেকে সুপার লিগে উঠেছে ভিক্টোরিয়া। অন্যদিকে অনেকটা ভাগ্যের সহায়তায় শেষ ছয়ে খেলার সুযোগ পেয়েছে প্রাইম ব্যাংক। তাদের সুপার লিগে উঠার পেছনে অবদান রয়েছে ভিক্টোরিয়ার। শেষ ম্যাচে জিততে না পারলেও সুপার লিগ খেলতে পারত ভিক্টোরিয়া। কিন্তু তারা গাজী গ্রুপকে হারিয়েছে। আর এতেই কপাল খুলে গেছে প্রাইম ব্যাংকের। শেষ ম্যাচে ভিক্টোরিয়া হেরে গেলে বাদ পড়ে যেত প্রাইম ব্যাংক। তাই বলে আজ মাঠে নেমে ভিক্টোরিয়াকে ছাড় দেবে প্রাইম ব্যাংক এমনটা ভাবার উপায় নেই। বরং জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তারা। কেননা সব চেয়ে কম পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছে প্রাইম ব্যাংক। শিরোপার আশা জিইয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই। তবে শীর্ষে নিজের অবস্থান আরও মজবুত করতে জয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ভিক্টোরিয়া।

আবাহনী, মোহামেডান, প্রাইম দোলেশ্বর, রূপগঞ্জ —চার দলের পয়েন্ট ১৪ করে। বিকেএসপিতে আবাহনীকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রস্তুত দোলেশ্বর। এবারের আসরে সবচেয়ে ধারাবাহিক দল। তার পরেও এগিয়ে রাখতে হবে আবাহনীকে। তামিম ইকবাল, সাকিব আল হাসান ছাড়াও মোসাদ্দেক, তাসকিনের মতো তারকা ক্রিকেটার রয়েছে দলে। তাছাড়া আবাহনীর বিরুদ্ধে ম্যাচ হলেই প্রতিপক্ষ কিছুটা আতঙ্ক থাকে! কারণ চলতি মৌসুমে আবাহনীর প্রতিটি ম্যাচেই বিতর্ক সৃষ্টি হয়েছে। আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে! তাছাড়া আবাহনীর পছন্দেই যে তাদের বেশির ভাগ ম্যাচ বিকেএসপিতে হচ্ছে তা তো কারও অজানা নয়। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডেও বিকেএসপিতে খেলবে আবাহনী। সবকিছু মাথায় রেখেই আজ সতর্ক হয়ে মাঠে নামছে দোলেশ্বর। লিজেন্ডস অব রূপগঞ্জের বিরুদ্ধে মাঠে নামার আগে মানসিকভাবে এগিয়ে থাকবে মোহামেডান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর