রবিবার, ১২ জুন, ২০১৬ ০০:০০ টা

শেষ আটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

শেষ আটে আর্জেন্টিনা

ইনজুরি ফেরত লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেই সেই পুরনো রূপে ফিরলেন। মাত্র ১৯ মিনিটে দুরন্ত হ্যাটট্রিক করলেন। এ বার্সা তারকার মেজিক্যাল হ্যাটট্রিকেই আর্জেন্টিনা ৫-০ গোলে পানামাকে হারিয়ে কোপা আমেরিকার শতবার্ষিকী আয়োজনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে। গতকাল জয় পেয়েছে চিলিও। ভিডালের ডাবলে ২-১ গোলে চিলিয়ানরা হারিয়েছে বলিভিয়াকে। শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল চিলি। লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে ফিরেছেন। পানামার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি মাঠে নামার আগেই আলবেসিলেস্তরা এগিয়ে যায় ১-০ গোলে। অতামান্ডি ম্যাচের সপ্তম মিনিটেই গোল করেন আর্জেন্টিনার পক্ষে। লিওনেল মেসি মাঠে নামেন ম্যাচের ৬১ মিনিটে। অগাস্তু ফার্নান্দেজের পরিবর্তে মাঠে নামেন এ বার্সা তারকা। এর ঠিক সাত মিনিট পরই দুরন্ত গোল করেন তিনি। পানামা ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান মেসি। বাম পায়ের দারুণ শটে পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষককে। ৭৮ মিনিটে গোল করেন দারুণ এক ফ্রি কিক থেকে। ৮৭ মিনিটে রোহোর বাড়িয়ে দেওয়া বল থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ৯০ মিনিটে দলের পক্ষে আরও একটি গোল করেন সার্জিও আগুয়েরো। এবারেও এসিস্টে ছিলেন রোহো। ম্যাচের পর হ্যাটট্রিকম্যান লিওনেল মেসি বলেছেন, ‘আবারও মাঠে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমাদের ফলাফল এবং গোল নিয়েও উচ্ছ্বসিত।’ লিওনেল মেসিকে দলে পেয়ে পুরো আর্জেন্টিনাই উচ্ছ্বসিত। কোচ জেরার্ডো মার্টিনো তো আগেই বলেছেন, মেসি ফিরলেই দলের আত্মবিশ্বাস পূর্ণতা পাবে। আর হয়েছেও ঠিক তাই। মেসির মেজিক্যাল হ্যাটট্রিকে অভিভূত পানামা কোচ গোমেজও। তিনি ম্যাচের পর বলেন, ‘মেসি আজ (গতকাল) দানবের মতোই খেলেছেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর