Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১২ জুন, ২০১৬ ২২:৪৬
আরামবাগ কোয়ার্টার ফাইনালে
ক্রীড়া প্রতিবেদক
আরামবাগ কোয়ার্টার ফাইনালে
bd-pratidin

আবাহনীকে হারানোর পরই আরামবাগের কোয়ার্টার ফাইনাল যাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যায়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মাচে ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করে ফেডারেশনকাপ ফুটবলে প্রথম দল হিসেবে শেষ আটে উঠল আরামবাগ। বৃষ্টি ভেজা ম্যাচে দুটো গোলই হয় অন্তিম লগ্নে। ৯০ মিনিটে কেস্টারের গোলে আরামবাগ এগিয়ে গেলেও ইনজুরি টাইমে সমতা ফেরান ফেনীর রিদন। এদিকে দিনের প্রথম ম্যাচে ও কেউ জেতেনি। রহমতগঞ্জ ও টিম-বিজেএমসির ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। স্যামসন বিজেএমসিকে এগিয়ে নিলেও ৯০ মিনিটে রহমতগঞ্জের পরাজয় রক্ষা করেন মামুন।

এই পাতার আরো খবর
up-arrow