সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

হেরেও শেষ আটে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্টের স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে কোয়ার্টার ফাইনাল খেলাটাই অসম্ভব হয়ে পরেছিল। তবে এ গ্রুপে তারা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করলেন ডিম্পসিরা। গতকাল ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে ল্যাটিন দল প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন ডিম্পসি। এদিকে কোপা আমেরিকায় এ গ্রুপে দ্বিতীয় হয়েই কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারালেও গতকাল কলম্বিয়ানরা ৩-২ গোলে হেরে গেছে কোস্টারিকার কাছে। অবশ্য এ জয়ের পরও গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে হচ্ছে কোস্টারিকাকে। কোস্টারিকার পক্ষে গতকাল গোল করেছেন ভেনেগাস এবং বর্জেস। কলম্বিয়ার ফাবরা একটা আত্মঘাতী গোল করে কোস্টারিকাকে জয় উপহার দেন। অবশ্য তিনি কলম্বিয়ার পক্ষেও একটা গোল করেন। ল্যাটিনদের পক্ষে মোরেনো করেন দ্বিতীয় গোল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার দেখা হতে পারে ব্রাজিল, পেরু কিংবা ইকুয়েডরের সঙ্গে! এই তিন দলের একটার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রও। এদিকে আজ কোপা আমেরিকায় মাঠে নামছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ আজ পেরু। দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য জিততেই হবে। অবশ্য ড্র হলে ব্রাজিল শেষ আটে খেলতে পারবে। অন্যদিকে হাইতির বিপক্ষে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতে পারে ইকুয়েডরের। ব্রাজিল কিংবা পেরু যে কোনো এক দল জিতলেই ইকুয়েডরের হিসাবটা সহজ হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর