মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার চমক

চ.আবাহনী ০ : ১ মুক্তিযোদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

মুক্তিযোদ্ধার চমক

ফেডারেশন কাপ ফুটবলে চট্টগ্রাম আবাহনীর দুর্গে মুক্তিযোদ্ধার আক্রমণ —বাংলাদেশ প্রতিদিন

স্বাধীনতা কাপে ট্রফি জেতার পর ফেডারেশন কাপেও চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে মাঠে নামে চট্টগ্রাম আবাহনী। কিন্তু যে অবস্থা গ্রুপপর্ব খেলেই তাদের বিদায় নেওয়ার শঙ্কা জেগে উঠেছে। আগের ম্যাচে যোগ্য প্রতিপক্ষ শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গতকাল অপেক্ষাকৃত দুর্বল দল মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোলে হেরে যায়। টুর্নামেন্টে তারা টিকে থাকবে কিনা তা নির্ভর করছে বুধবার শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ম্যাচের ওপর। এই ম্যাচ যদি শেখ রাসেল জিতে যায় বা ড্র হয় তাহলে চট্টগ্রাম আবাহনীর বিদায় নেওয়া নিশ্চিত হয়ে যাবে। তবে শেখ রাসেল হার মানলে তখন তাদের শেষ সম্ভাবনা জেগে থাকবে। ফেডারেশন কাপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করলেও দল হিসেবে মুক্তিযোদ্ধা এত শক্তিশালী নয় চট্ট. আবাহনীর মতো তারকাভরা দলকে হারাবে। আইনি জটিলতার কারণে স্বাধীনতা কাপে জাতীয় দলের পাঁচ ফুটবলার চট্টগ্রাম আবাহনীতে খেলতে না পারলেও ফেডারেশন কাপে তারা খেলছেন। এরপরও এমন করুণ পরিণতি। আসলে কাল অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল স্বাধীনতা কাপ বিজয়ীরা। তার মাসুলও দিতে হয় মাঠে। তারকাভরা দল হলেও সেই পারফরম্যান্স মাঠে প্রদর্শন করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ৩০ মিনিটে মামুনুলের দূরপাল্লা শট ছাড়া তেমন কোনো আক্রমণও করতে পারেনি তারা। ৮২ মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে মুক্তিযোদ্ধার পক্ষে গোল করেন বদলি খেলোয়াড় রবিন। ৯০ মিনিটে প্রিউ বক্সকে নিষিদ্ধ এলাকায় ফাউল করলে পেনাল্টি পায় চট্ট. আবাহনী। কিন্তু তারিক আল জানাবি গোল করতে ব্যর্থ হলে হেরেই মাঠ ছাড়তে হয় টপ ফেবারিট চট্টগ্রাম আবাহনীকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর