মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬ ০০:০০ টা

১৫০ রাশিয়ান সমর্থক বিচারের মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় রাশিয়ার ১৫০জন সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ব্রিটেন ছয় জন, ফ্রান্সের তিন জন এবং অস্ট্রিয়ার এক সমর্থককেও বিচারের মুখোমুখি করা হয়েছে বলে জানিয়েছে মার্শেইয়ের প্রসিকিউটর ব্রিস রবিন। সংঘর্ষে তিন সমর্থকের অবস্থা আশঙ্কাজনক। ইউরোতে এমন পরিস্থিতি যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।

সমর্থকরা বেশি পরিমাণে মদ্যপ থাকার কারণে এমন সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। এজন্য সমর্থকদের কাছে অ্যালকোহল বিক্রি করা নিষিদ্ধ বলে ঘোষণা দেওয়া হয়েছে। কোনো দোকানি এই আদেশ অমান্য করলে তাকেও কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে শুধুমাত্র ইউরো চলাকালীন এবং ইউরোর সমর্থকদের জন্য। ইতিমধ্যে বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে মার্শেইয়ে। এছাড়া এখনো সন্দেহভাজন সমর্থকদের খোঁজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কোনো সমর্থককে যাতে নাজেহাল করা না হয় সেদিকেও পুলিশকে লক্ষ্য রাখতে বলা হয়েছে।

সর্বশেষ খবর