বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

বেলজিয়ামকে পাত্তাই দিল না ইতালি

ক্রীড়া ডেস্ক

বেলজিয়ামকে পাত্তাই দিল না ইতালি

গোলদাতা পিল্লেকে গোলরক্ষক বুফনের অভিনন্দন —এএফপি

বেলজিয়াম বেশ কিছুদিন ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। দুই নম্বরে টিকে আছে এখনো। দলটার মধ্যে তারকার কমতি নেই। ইডেন হ্যাজার্ড, কর্তোয়েস, ব্রুইন, ফেল্লিনি, লুকাকো আরও অনেকে। কিন্তু বড় টুর্নামেন্টে দলটা তেমন ভালো করতে পারছে কই! এই যেমন গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেই বিদায় নিয়েছে তারা। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরেও খুব একটা সুবিধা হচ্ছে না তাদের। সোমবার গভীর রাতে লিঁওয়ের অলিম্পিক পার্কে ইতালি ২-০ গোলে হারিয়ে দিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে। র‌্যাঙ্কিংয়ে অনেকটা নিচে থাকলেও বড় টুর্নামেন্টের দল হিসেবে পরিচিত ইতালিয়ানরা দুর্দান্তই শুরু করল। দলের পক্ষে গোল করেছেন জিয়াচ্চারিনি এবং পিল্লে।

এদিকে সোমবার ড্র করেছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইডিশরা। হুলাহ্যানের গোলে আইরিশরা এগিয়ে গিয়েছিল ম্যাচের ৪৮ মিনিটে। তবে সুইডেনের অব্যাহত চাপে আয়ারল্যান্ডের ক্লার্ক ৭১ মিনিটে এক আত্মঘাতী গোল করেন। অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচরা। গতকাল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও। পিকের একমাত্র গোলে স্প্যানিয়ার্ডরা ১-০ ব্যবধানে হারিয়েছে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। এ জয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল স্পেন। এদিকে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হচ্ছে রুমানিয়া-সুইজারল্যান্ড এবং ফ্রান্স-আলবেনিয়া। স্বাগতিক ফ্রান্স প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল রুমানিয়াকে। আজ আলবেনিয়ার বিপক্ষে জিতলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে ফরাসিদের। সুইসরা প্রথম ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছিল। আজ রুমানিয়ার বিপক্ষে জিতলে সুইসদেরও নকআউট পর্ব নিশ্চিত হবে।

সর্বশেষ খবর