বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

স্বপ্নের অলিম্পিকে যাচ্ছে কারা?

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্নের অলিম্পিকে যাচ্ছে কারা?

ব্রাজিলে স্বপ্নের অলিম্পিক গেমসে যাচ্ছেন কারা? আগস্টে পর্দা উঠবে অথচ বাংলাদেশ কটি ইভেন্ট বা প্রতিযোগী কতজন অংশ নেবেন তা এখনো ঠিক হয়নি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বক্তব্য হচ্ছে তাদের এই ব্যাপারে কিছু করার নেই। ওয়াইল্ড কার্ড না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে শুটিং থেকে আবদুল্লাহ হেল বাকির অংশ নেওয়াটা মোটামুটি নিশ্চিতই বলা যায়। এসএ গেমসে সোনা জয়ী মাহফুজা আকতার শিলা, মাবিয়া আক্তার সীমান্ত ও শাকিলের অলিম্পিকে যাওয়া হচ্ছে না। সুইমিং ফেডারেশন থেকে যে দুজনার নাম চেয়েছে সেখানে শিলার নাম নেই। এ ব্যাপারে সুইমিং ফেডারেশনের বক্তব্য হচ্ছে এসএ গেমসের আগেই মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পার নাম পাঠানো হয়। এটা আবার করা হয়েছে তৎকালীন ফেডারেশন সভাপতির অনুমতি নিয়ে।

অন্যদিকে এসএ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ী মাবিয়ার ওয়াইল্ড কার্ড আসবে কিনা তা নিশ্চিত নয়। অব্যাহতি পাওয়া ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ কিছুদিন আগে বলেছিলেন ওয়াইল্ড কার্ড পাওয়াটা কঠিন। তারপরও আমরা মাবিয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহিউদ্দিন এখন ফেডারেশনে নেই। তাই মাবিয়ার ব্যাপারে বর্তমান কমিটি চেষ্টা চালিয়ে সফল হবেন কিনা তা দেখার বিষয়। ওয়াইল্ড কার্ডের জন্য আরচ্যারি ফেডারেশন রোসান সানা ও ইমদাদুল হক মিলনের নাম পাঠিয়েছে। ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ বলেন, এখনো আমাদের কিছু জানানো হয়নি। তবে আশা করছি একটা ওয়াইল্ড কার্ড পাওয়া যাবে। কে পাবেন তা বলা মুশকিল। অ্যাথলেটিক্সেও একটি ওয়াইল্ড কার্ড আসার সম্ভাবনা আছে বলে অ্যাথলেটিক্স ফেডারেশন সাধারণ সম্পাদক চেঙ্গিস জানান। তিনি বলেন, নাম পাঠানো হয়েছে। আশা করি একজন অ্যাথলেটকে অন্তত গেমসে পাঠানো যাবে। এদিকে গেমস এলেই কর্মকর্তাদের বিদেশ ট্যুরের হিড়িক পড়ে যায়। ব্রাজিলে কি তার ব্যতিক্রম হবে। বিওএর কোষাধ্যক্ষ চপল বলেন, সভাপতি ও মহাসচিব আমন্ত্রিত অতিথি হয়ে গেমসে যাবেন। বাকিরা কে যাবে এখনো ঠিক হয়নি। তবে হিড়িক পড়ে যাওয়ার মতো ঘটনা এবার ঘটবে না। অলিম্পিকে অনেক বিধি-নিষেধ আছে। তাই অলিম্পিকে হাতেগোনা কজন কর্মকর্তা যাবেন তার নিশ্চয়তা দিতে পারি।

সর্বশেষ খবর