বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

গ্রুপ চ্যাম্পিয়নের লড়াই

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের সামনে গ্রুপ চ্যাম্পিয়নের হাতছানি। আগের ম্যাচে তারা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফেডারেশন কাপে আজ মুক্তিযোদ্ধাকে হারালেই ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টা ম্যাচটি শুরু হবে। অপেক্ষাকৃত দুর্বল দল হলেও চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে চমক সৃষ্টি করেছে মুক্তিযোদ্ধা। আজকের ম্যাচে শেখ রাসেল জিতলে বা ড্র করলে স্বাধীনতা কাপ বিজয়ীদের বিদায় নিতে হবে। তবে মুক্তিযোদ্ধা ২-০ গোলে জিতে গেলে শেখ রাসেল বাদ পড়ে যাবে। তাই দুর্বল প্রতিপক্ষ হলেও মুক্তিযোদ্ধার বিপক্ষে মাঠে সতর্ক থাকবে শেখ রাসেল। কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ‘ডি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে। অন্যদিকে ‘বি’ গ্রুপ রানার্সআপ লড়বে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে।

আজ সন্ধ্যায় ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন। দুদল শেষ আটে যাওয়া নিশ্চিত করেছেন। ল্যান্ডিংয়ের হ্যাটট্রিকে শেখ জামাল বড় ব্যবধানেই পরাজিত করে উত্তর বারিধারাকে। অন্যদিকে ব্রাদার্স ১-০ গোলে ঘাম ঝরানো জয় পেয়েছে বারিধারার বিপক্ষে। আজ যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ড্র হলে গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হবে শেখ জামাল। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে। অন্যদিকে ‘সি’ গ্রুপ রানার্সআপ শেষ আটে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়নের বিপক্ষে। আজই গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১৭, ১৮, ১৯, ২০ জুন চারটি কোয়ার্টার ফাইনাল হবে। ২২ ও ২৩ জুন দুই সেমিফাইনাল। ফাইনাল হবে ২৬ জুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর