বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা

হাঙ্গেরির জয়, পর্তুগালের ড্র

ক্রীড়া ডেস্ক

হাঙ্গেরির জয়, পর্তুগালের ড্র

হতাশ হয়ে মাঠ ছাড়ছেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো মিশনের শুরুতেই হোঁচট খেলেন। মঙ্গলবার সেন্ট এতিয়েন্তের জিওফ্রি গুইচার্ড স্টেডিয়ামে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। ন্যানির গোলে ম্যাচের ৩১ মিনিটেই এগিয়ে গিয়েছিল পর্তুগিজরা। তবে ম্যাচের ৫০ মিনিটে বিজারন্যাসনের গোলে সমতায় ফিরে আইসল্যান্ড। এরপর আর কোনো গোল হয়নি ম্যাচে। পর্তুগাল ড্র নিয়ে মাঠ ছাড়লেও বরড্যাক্সের ন্যুভিউ স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে ফেরেনচ পুসকাসের দেশ হাঙ্গেরি। পুসকাস যুগের পর হাঙ্গেরি ফুটবলে খুব একটা ভালো কখনোই করতে পারেনি। বিশেষ করে ৭০’র দশকের পর তো তারা ফুটবল প্রাঙ্গণ থেকে অনেকটা হারিয়েই যায়। ১৯৭২ সালের পর কখনো ইউরো কাপের চূড়ান্ত পর্ব খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। বিশ্বকাপেও ১৯৮৬ সালের পর থেকে অনুপস্থিত হাঙ্গেরি। তবে পুরনো জৌলুস অনেকটাই ফিরিয়ে এনেছেন স্টেইবার-এসজালাইরা। তাদের পায়ে পায়ে এখন ফুটবলের ফুল ফুটছে। মঙ্গলবার রাতে দুজনেই একটি করে গোল করেছেন। অস্ট্রিয়া অবশ্য ম্যাচের ৬৬ মিনিটের পর থেকে ১০ জনের দল নিয়ে খেলেছে।

সর্বশেষ খবর