Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

ঢাকা, বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৫ জুন, ২০১৬ ২৩:৩২
অবশেষে চাকরি হারালেন দুঙ্গা
ক্রীড়া ডেস্ক
অবশেষে চাকরি হারালেন দুঙ্গা

গুজবটাই সত্যি হলো। কোপা আমেরিকা থেকে বিদায়ের পরই ব্রাজিলিয়ান কোচ দুঙ্গার বিদায় নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সেই আলোচনাটাকেই সত্যি প্রমাণ করল। বরখাস্ত করা হলো দুঙ্গাকে। ১৯৯৪ সালের বিশ্বজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক এর আগেও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়বারের মতো তিনি কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের পর। দুই বছরও হয়নি, আবারও বিদায় নিলেন দুঙ্গা। এর আগে তিনি ২০০৬-১০ ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে তার অধীনেই ব্রাজিল কোপা আমেরিকা জয় করে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে। দুঙ্গা বিদায় নিলেন। এবার প্রশ্ন দেখা দিয়েছে, কে ধরবেন ব্রাজিলের হাল!

এই পাতার আরো খবর
up-arrow