Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জুন, ২০১৬ ২৩:৪০
অলিম্পিকে ব্রাজিলের কোচ মিকালে
ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে ব্রাজিলের কোচ মিকালে

দুঙ্গার বিদায়ের পর কোচ বাছাই করতে ব্রাজিল দেরি করেনি। আগস্টে অনুষ্ঠিতব্য দুনিয়া কাঁপানো অলিম্পিক গেমসে কোচের দায়িত্ব পালন করবেন রজেরিও মিকালে। ব্রাজিল কনফেডারেশন বুধবার তাদের ওয়েবসাইটে অলিম্পিকে মিকালেকে কোচের দায়িত্ব দেওয়ার কথা জানায়। ৪৭ বছর বয়সী মিকালে ২০১৫ সাল থেকে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব পালন করেন। অলিম্পিকে এখনো সোনা জিততে না পারা ব্রাজিল এবারে প্রতিযোগিতার চূড়ান্ত দল আগামী ২৯ জুন ঘোষণা দেবে। ৩০ জুলাই প্রীতিম্যাচ দিয়ে নেইমাররা তাদের রিও অলিম্পিকের প্রস্তুতি শুরু করবে। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বাদ পড়ার পর মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলেমার রিগানদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।

up-arrow