শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

৩০ লাখ টাকা পাবে প্রতি ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

৩০ লাখ টাকা পাবে প্রতি ক্লাব

চলছে ফেডারেশন কাপ। শেষ হয়েছে স্বাধীনতা কাপ। এখন প্রস্তুতি চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যা মাঠে গড়াবে ২৪ জুলাই। এই প্রথম প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ঢাকার বাইরে। চট্টগ্রামে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বিপিএলের নবম আসর। বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটির এক সভায় ঢাকার বাইরে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, ঢাকার বাইরে অংশ নিতে ক্লাবগুলোর ব্যয়ভার বহন করতে প্রতিটি ক্লাবকে ৩০ লাখ করে অ্যাপিয়ারেন্স ফি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায়। ফলে প্রিমিয়ার ক্লাবের ১২টি ক্লাবকে ৩ কোটি ৬০ লাখ টাকা দেবে বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্ব কিনে নিয়েছে সাইফ গ্লোবাল স্পোর্টস ৪ কোটি টাকায়। লিগ চালাতে মোট খরচ হবে ৯ কোটি টাকা। বাফুফে খরচ করবে ২ কোটি টাকা, সাইফ গ্লোবাল স্পোর্টস লিগের প্রচারণায় ব্যয় করবে আরও ৩ কোটি টাকা।

এর আগেও ঢাকার বাইরে হয়েছে বিপিএলের খেলা। এবার ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ বা ময়মনসিংহে হবে খেলাগুলো। ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে বিপিএলের খেলা হবে চট্টগ্রামে। এরপর সিলেট এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে ঢাকা, রাজশাহী, বরিশাল ও গোপালগঞ্জ বা ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে বিপিএলের খেলা আয়োজন করা হচ্ছে দেশের ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে। যেসব ভেন্যুতে ফ্লাডলাইট আছে, সেখানে প্রতিদিন দুটি করে খেলা হবে। ফ্লাডলাইট নেই যেখানে, সেখানে খেলা হবে একটি করে।

সর্বশেষ খবর