শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

কোপা আমেরিকার শতবার্ষিকী টুর্নামেন্টের স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল সকালে সিটলের সেঞ্চুরিলিঙ্ক ফিল্ডে ল্যাটিন দল ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে মার্কিনিরা। অধিনায়ক ক্লিন্ট ডিম্পসির গোলে ম্যাচের ২২ মিনিটেই যুক্তরাষ্ট্র এগিয়ে গিয়েছিল। ৬৫ মিনিটে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন জিয়াসি জারদেস। তবে ইকুয়েডরের মাইকেল ৭৪ মিনিটে একটি গোল করে ইকুয়েডরকে কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এর আগেও বেশ কয়েকবার কোপা আমেরিকা খেলেছে। ১৯৯৫ সালে তারা সেমিফাইনাল খেলেছিল। উরুগুয়েতে অনুষ্ঠিত সেই কোপা আমেরিকায় শেষ চারে মার্কিনিরা হেরেছিল ব্রাজিলের কাছে। এবারও যুক্তরাষ্ট্রের ভাগ্য সম্ভবত খুব একটা সুবিধার নয়। সেমিফাইনালে স্বাগতিকরা মুখোমুখি হতে পারে টুর্নামেন্টের শীর্ষ ফেবারিট আর্জেন্টিনার! প্রতিপক্ষ হতে পারে অনেক কঠিন। এর মধ্যে কোচ জার্গেন ক্লিন্সম্যান ক্ষেপেছেন জার্মেইন জোনসের লালকার্ড নিয়ে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখেছেন জার্মেইন। এর অর্থই হলো, এ অভিজ্ঞ মিডফিল্ডার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারছেন না।

সর্বশেষ খবর