শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঊষা-আবাহনী শীর্ষে ওঠার লড়াই

ক্রীড়া প্রতিবেদক

দেখতে দেখতে গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্ব শেষ হতে চলেছে। আজ শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আবাহনী ও ঊষা ক্রীড়াচক্র। লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যারা জিতবে শীর্ষে থেকে সুপার লিগ শুরু করতে পারবে। পুরান ঢাকার দল ঊষা ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। সমান ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৬। ম্যাচে জয় বা ড্র করলেই ঊষা শীর্ষে থাকবে। আবাহনী জিতলে ২৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকবে।

মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।

এবার মৌসুমে প্রথম ট্রফি ক্লাব-কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ৫-১ গোলে জিতে আবাহনী চ্যাম্পিয়ন হয়। তাই ম্যাচটি ঊষার কাছে প্রতিশোধেরও। দুই দলে একাধিক পাকিস্তানি খেলোয়াড় রয়েছে। এরাই মূলত ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। দুপুরে আজ মেরিনার্স মুখোমুখি হবে রেলওয়ের বিপক্ষে।

 মেরিনার্সের সংগ্রহ ২৫। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে মোহামেডানের অ্যাকাউন্টে ২৬ পয়েন্ট।

 

সর্বশেষ খবর