Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ জুন, ২০১৬ ০২:০৪
দুঙ্গার দোষ দেখছেন না পেলে
ক্রীড়া ডেস্ক

দুঙ্গাকে ছাঁটাই করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। দুঙ্গার জায়গায় নতুন কোচের নিয়োগ দিয়েছে।

তিতে যার নাম। তিতের ক্যারিয়ার প্রোফাইল খুব উঁচু নয়। কিন্তু একেবারে তলানিতেও নয়। ক্লাব লেভেলে যথেষ্ট উঁচুমানের। এমন একজনকে কোচ নিয়োগ দেওয়ায় কিংবদন্তি ফুটবলার পেলে কোনো মন্তব্য করেননি। তবে শত বছরের টুর্নামেন্ট কোপা আমেরিকা কাপের গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ে দুঙ্গার দোষ খুঁজে পাননি। গ্রুপ পর্বে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পরের ম্যাচে কুটিনহোর হ্যাটট্রিকে ৭-১ গোলে হারায় হাইতিকে। কিন্তু পরের ম্যাচে হোঁচট খায় পেরুর কাছে। বিতর্কিত গোলে হেরে যায় ১-০ গোলে। ওই হারেই বাদ পড়ে যায় ব্রাজিল। আর ক্ষুব্ধ ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন ছেঁটে ফেলে দুঙ্গাকে। তিন তিনটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলের একমাত্র ফুটবলার পেলে অবশ্য দুঙ্গার কোনো দোষ খুঁজে পাননি, ‘দুঙ্গাকে নিয়ে সমালোচকেরা যা বলেছেন, দল পারেনি। এতে দুঙ্গার কোনো দোষ দেখছি না। ’ বাদ পড়ার জন্য স্বল্প অনুশীলনকে দুষেছেন পেলে, ‘ব্রাজিল অনুশীলন করার সময় পায়নি। আর প্রতি টুর্নামেন্টে নতুন দল নিয়ে খেলে। তাই আমার মতে দুঙ্গার দোষের কিছু নেই। ’

 ২০১৪ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর দ্বিতীয়বারের মতো দুঙ্গার হাতে তুলে দেওয়া হয় দায়িত্ব। কিন্তু ১৯৮৭ সালের পর কোপা আমেরিকা কাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। তাতে সমালোচিত হয়ে বাদ পড়েন দুঙ্গা।

up-arrow