সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা না বিজেএমসি

ক্রীড়া প্রতিবেদক

মুক্তিযোদ্ধা না বিজেএমসি

ফেডারেশন কাপ ফুটবলে নতুন চ্যাম্পিয়নের সুযোগ আছে। আরামবাগ ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গেছে। রানার্স আপের কৃতিত্ব থাকলেও দলটি কখনো ট্রফি জিততে পারেনি। এবার সেই সুযোগ সৃষ্টি হয়েছে। তবে তার আগে ফাইনালে উঠতে পারবে কিনা তা দেখার বিষয় আছে। সেমিতে আরামবাগের দেখা হতে পারে টিম বিজেএমসি বা মুক্তিযোদ্ধার বিপক্ষে। আজ শেষ কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। যারা জিতবে তারাই ২২ জুন শেষ চারের জন্য লড়বে আরামবাগের বিপক্ষে।

শক্তির দিক দিয়ে দুদলই সমমানের। তারকা ছাড়া দল গড়েই নক আউট পর্বে খেলার যোগ্যতা পেয়েছে। ‘ডি’ গ্রুপে টিম বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে পরাজিত করেছে। অন্যদিকে বি গ্রুপে রানার্স আপ মুক্তিযোদ্ধা। তাদের বড় কৃতিত্ব হচ্ছে হট ফেবারিট চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেওয়া। আরেক ম্যাচে অবশ্য শেখ রাসেলের কাছে বড় ব্যবধানে হেরেছে। জিতবে কে আজ মুক্তিযোদ্ধা না বিজেএমসি? মুক্তিযোদ্ধা একাধিক বার ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলেও বিজেএমসির কাছে তা স্বপ্নই থেকে গেছে। একবার তারা রানার্স আপ হয়েছে। হাইভোল্টেজ ম্যাচ না হলেও শক্তিতে ভারসাম্য থাকায় ম্যাচটি উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করা যায়। দুই দলে গোল করার মতো কুশলী খেলোয়াড় থাকলেও রক্ষণভাগ ততটা গোছানো মনে হয়নি। বিজেএমসি ম্যাচ হারেনি কিন্তু আক্রমণ সামাল দিতে ডিফেন্ডাররা হিমশিম খেয়ে যাচ্ছে। একই অবস্থা মুক্তিযোদ্ধারও। শেখ রাসেল শক্তিশালী দল হলেও তাদের কাছে ৩ গোলে হারত না যদি ডিফেন্স লাইন সক্রিয় থাকত। যাক ম্যাচটা প্রতিফলিত হোক এটাই ফুটবলপ্রেমীদের প্রত্যাশা।

সর্বশেষ খবর